Homeখবরবিদেশস্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছেন ট্রাম্প, কী পরিকল্পনা দিলেন কলকাতা ছেলে জয়...

স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছেন ট্রাম্প, কী পরিকল্পনা দিলেন কলকাতা ছেলে জয় ভট্টাচার্য

প্রকাশিত

ওয়াশিংটন: এক বাঙালিকে তাঁর প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নতুন প্রশাসনে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (NIH)-এর প্রধান হতে পারেন জয় ভট্টাচার্য। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষিত চিকিৎসক এবং অর্থনীতিবিদ। সম্প্রতি, তিনি স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (HHS) সম্ভাব্য প্রধান রবার্ট এফ. কেনেডি জুনিয়রের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এনআইএইচ পুনর্গঠনের বিষয়ে নিজের পরিকল্পনা বিস্তারিত জানান।

জয় ভট্টাচার্য এনআইএইচ-এর বর্তমান কাঠামোতে বেশ কিছু বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। তিনি দীর্ঘদিনের এনআইএইচ কর্তাদের প্রভাব কমিয়ে এজেন্সির কার্যক্রম আরও কার্যকর করার পক্ষে মত দিয়েছেন। এটি বাস্তবায়িত হলে, প্রায় ৪৮ বিলিয়ন ডলারের বার্ষিক অনুদান পাওয়া এনআইএইচ নতুন এবং উদ্ভাবনী প্রকল্পে আরও বেশি গুরুত্ব দিতে পারে।

জয় ভট্টাচার্য দীর্ঘদিন ধরে স্বাস্থ্য নীতি এবং অর্থনীতির ক্ষেত্রে কাজ করছেন। তিনি বিশেষভাবে পরিচিত কোভিড-১৯ মহামারীর সময় বিভিন্ন বিতর্কিত নীতির সমালোচনার জন্য। বিশেষজ্ঞরা মনে করছেন, এনআইএইচ-এর মতো গুরুত্বপূর্ণ সংস্থার নেতৃত্বে এলে তিনি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে পারেন।

ট্রাম্প প্রশাসন যদি জয় ভট্টাচার্যকে এনআইএইচ-এর পরিচালক পদে নিযুক্ত করে, তবে তা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য গবেষণা ক্ষেত্রের জন্য একটি বড় পরিবর্তন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁর প্রস্তাবিত সংস্কারের ফলে দীর্ঘদিন ধরে চলে আসা প্রশাসনিক প্রক্রিয়াগুলি সহজ হতে পারে এবং আরও দ্রুতগতিতে নতুন প্রকল্প চালু করার সম্ভাবনা তৈরি হবে।

রবার্ট এফ. কেনেডি জুনিয়রের সঙ্গে বৈঠকের পর, এই খবর আরও গুরুত্ব পেয়েছে। কেনেডি তাঁর পরিকল্পনায় আগ্রহ দেখিছেন বলেই সূত্রের খবর। ফলে, নতুন প্রশাসনে জয় ভট্টাচার্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

এখন দেখার বিষয়, ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত ভট্টাচার্যকে এনআইএইচ-এর নেতৃত্বে আনেন কিনা এবং তার প্রস্তাবিত পরিবর্তনগুলি কীভাবে বাস্তবায়িত হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

লীলা মজুমদারের গল্পের জগৎ মণ্ডপে, কাশী বোস লেনের এবছরের থিম ‘পাকদণ্ডী’

উত্তর কলকাতার কাশী বোস লেনের এবছরের দুর্গাপুজোর থিম ‘পাকদণ্ডী’। বাঙালির প্রিয় সাহিত্যিক লীলা মজুমদারের গল্প ও চরিত্ররাই ফুটে উঠবে মণ্ডপে।

মহালয়ার সকালে কলকাতায় শুটআউট, চারু মার্কেটের জিমে দুষ্কৃতীদের গুলি চালনা

মহালয়ার সকালে চারু মার্কেট এলাকায় এক জিমে ঢুকে দু’জন দুষ্কৃতী গুলি চালায়। জিম মালিককে লক্ষ্য করে হামলা হলেও কেউ আহত হননি। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন

H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়ম: কী বলল ভারত, প্রভাব কোথায় পড়বে?

আমেরিকার নতুন H1-B ভিসা নিয়ম নিয়ে ভারতের প্রতিক্রিয়া কী, এর প্রভাব পড়বে কোন খাতে, আর পরিবারগুলির জন্য কী জটিলতা তৈরি হতে পারে—জানুন বিস্তারিত এক্সপ্লেইনার রিপোর্টে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...