Home খবর বিদেশ মুখোমুখি বিতর্কসভায় ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিলেন কমলা হ্যারিস, বলছে জনমত সমীক্ষা

মুখোমুখি বিতর্কসভায় ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিলেন কমলা হ্যারিস, বলছে জনমত সমীক্ষা

0

খবর অনলাইন ডেস্ক: বিতর্কসভায় মাত করলেন কমলা হ্যারিস। আমেরিকান ভোটাররা অন্তত এ ব্যাপারে মোটামুটি একমত যে মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) কমলা হ্যারিসের কাছে পাত্তাই পেলেন না প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিতর্কসভার পর যে জনমত সমীক্ষা হয়েছে তাতে দেখা যাচ্ছে, যাঁরা ওই ডিবেট দেখেছেন তাঁদের ৬৭ শতাংশের মত ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস অনেক ভালো পারফর্ম করেছেন। ৩৩ শতাংশ ভিন্ন মত পোষণ করেন। ‘সিএনএন পোল’ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। জনমত সমীক্ষা করে এসএসআরএস নামে একটি স্বাধীন গবেষণা গোষ্ঠী।

বিতর্কসভার আগে নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজ একটা জনমত সমীক্ষা করেছিল। তাতে দেখা যায় দুজন প্রার্থী সমানে সমানে পাল্লা দিচ্ছেন। ‘সিএনএন পোল’ জানিয়েছে, হ্যারিসের সমর্থকদের মধ্যে ৯৬% মনে করেন, তাঁদের প্রার্থী অনেক ভালো পারফর্ম করেছেন। অন্যদিকে ট্রাম্প সম্পর্কে এই ধারণা পোষণ করেন তাঁর ৮৯% সমর্থক।

বিদেশনীতি থেকে গর্ভপাত, নানা বিষয় উত্থাপিত হয় বিতর্কসভায়। হ্যারিসের কথায় মাঝেমাঝেই উত্তেজিত হয়ে উঠছিলেন ট্রাম্প। বিতর্কসভার পরে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটিই তাঁর সবচেয়ে ভালো ডিবেট হল। যদিও জনমত সমীক্ষা অন্যকথা বলছে।

এর আগে জুন মাসে একটি প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়েছিল, যখন ডেমোক্র্যাট প্রাথী হিসাবে লড়াইয়ে ছিলেন জো বিডেন। সেই বিতর্কসভায় অবশ্য ট্রাম্প মাত করে দেন বিডেনকে। জনমত সমীক্ষার ফলাফল ছিল ট্রাম্পের পক্ষে ৬৭% এবং বিডেনের পক্ষে ৩৩%। এর পরেই লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত করেন বিডেন।

তবে এই জনমত সমীক্ষা করা হয়েছে যাঁরা ডিবেট দেখেছেন তাঁদের নিয়ে। যাঁরা ভোট দেবেন তাঁদের সামগ্রিক মতামত এই সমীক্ষার ফলে প্রতিফলিত হয় না।

ভারতীয় সময় মঙ্গলবার গভীর রাতে পেনসিলভেনিয়ায় এবিসি নিউজ় আয়োজিত মুখোমুখি বিতর্কসভায় প্রথমবার ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মুখোমুখি হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সভার শুরুতেই একে অপরের সঙ্গে হাত মেলালেন। তারপর শুরু হল দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি বিতর্ক। গর্ভপাত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দেশের বিদেশনীতি, অর্থনীতি থেকে আবাসন সংকট, বাদ যায়নি কোনো ইস্যুই।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version