Homeখবরবিদেশলস অ্যাঞ্জেলেসের বিস্তৃত এলাকায় ভয়াবহ দাবানল, ৩,০০০ একর জুড়ে ধ্বংসযজ্ঞ

লস অ্যাঞ্জেলেসের বিস্তৃত এলাকায় ভয়াবহ দাবানল, ৩,০০০ একর জুড়ে ধ্বংসযজ্ঞ

প্রকাশিত

লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ভয়াবহ দাবানল। যা এখনও পর্যন্ত ৩ হাজার একর জমি গ্রাস করেছে। এই এলাকাটি বহু হলিউড তারকার বাড়ি হিসেবে পরিচিত। দাবানলের তীব্রতা এতটাই ছিল যে বহু মানুষ তাঁদের গাড়ি ফেলে পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের জন্য পালাতে বাধ্য হন।

সান্তা মনিকা পাহাড়ের অভিজাত প্যাসিফিক প্যালিসেডস এলাকায় বহু বিলাসবহুল বাড়ি রয়েছে। এই দাবানলের তীব্রতায় সেগুলো নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। রাস্তায় বহু গাড়ি, যেমন বিএমডব্লিউ, টেসলা এবং মার্সিডিজ ভেঙে বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। দমকলকর্মীরা বুলডোজারের সাহায্যে গাড়িগুলিকে সরিয়ে পথ তৈরি করেছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম জানান, ১ হাজার ৪০০-র বেশি দমকলকর্মী ঘটনাস্থলে কাজ করছেন এবং আরও শতাধিক কর্মী তাঁদের সাহায্য করার জন্য আসছেন।

কীভাবে প্রবল বাতাস দাবানলকে বাড়িয়ে তুলল?

দমকল বিভাগের তথ্য অনুযায়ী, প্যালিসেডস দাবানল শুরু হয় বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ। নর্থ পিয়েদ্রা মোরাডা ড্রাইভ এলাকায় দাবানলের সূত্রপাত ঘটে। ঘণ্টায় ৪০ মাইল গতিবেগে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ২০০ একর থেকে দাবানল দ্রুত ৩ হাজার একরে পৌঁছে যায়, যার ফলে প্রায় ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ১০ হাজারেরও বেশি বাড়ি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

এই সময়ে এলাকাটিতে যে বাতাস বইছে, সেটির নাম সান্তা আনা। যা দশকের ভয়াবহতম ঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। বাতাসের গতি ঘণ্টায় ১০০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে।

দাবানলের কারণ ও প্রভাব

পশ্চিম আমেরিকায় দাবানল সাধারণত স্বাভাবিক ঘটনা। তবে জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার ধরনে পরিবর্তন এসেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুই দশকের খরার পরে টানা দুই বছর ভারী বৃষ্টি হয়, যা উদ্ভিদের প্রবল বৃদ্ধি ঘটায়। ফলে এলাকাটি দাবানলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

বিজ্ঞানীরা বলছেন, মানুষের কার্যকলাপের কারণে জলবায়ু পরিবর্তন এই ধরনের বিপর্যয়ের মাত্রা আরও বাড়িয়ে তুলছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...