বেঙ্গালুরু মেট্রো ফেজ-৩–এর শিলান্যাস, তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন এবং মেট্রো রেলের ইয়েলো লাইন চালুর অনুষ্ঠানে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, “ভারত দ্রুত বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির মধ্যে জায়গা করে নিতে চলেছে। এই গতি এসেছে রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্মের চেতনা থেকে।”
মোদি বলেন, গত ১১ বছরে ভারতের অর্থনীতি দশম স্থান থেকে উঠে শীর্ষ পাঁচে এসেছে এবং খুব শিগগিরই তৃতীয় স্থানে পৌঁছনোর পথে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক “ডেড ইকোনমি” মন্তব্যের পর এই বার্তা দিলেন তিনি।
পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ২০১৪ সালে মাত্র পাঁচটি শহরে মেট্রো পরিষেবা ছিল, যা বর্তমানে ২৪টি শহরে ১,০০০ কিলোমিটারের বেশি বিস্তৃত— বিশ্বে তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক। রেল নেটওয়ার্কের বিদ্যুতায়ন দ্বিগুণ হয়েছে— ২০১৪–র আগে ২০,০০০ কিমি থেকে বেড়ে ২০২৫-এ ৪০,০০০ কিমি। বিমানবন্দর ৭৪ থেকে বেড়ে ১৬০-এর বেশি হয়েছে, আর জাতীয় জলপথ ৩ থেকে ৩০-এ উন্নীত।
স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের কথা উল্লেখ করে তিনি জানান, ২০১৪-র আগে দেশে ছিল ৭টি এইমস (AIIMS) এবং ৩৮৭টি মেডিক্যাল কলেজ, যা বেড়ে এখন দাঁড়িয়েছে যথাক্রমে ২২ ও ৭০৪।
বাণিজ্য ক্ষেত্রেও ভারতের অগ্রগতি তুলে ধরে মোদি বলেন, ২০১৪-র আগে মোট রপ্তানি ছিল ৪৬৮ বিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমানে ৮২৪ বিলিয়নে পৌঁছেছে। মোবাইল ফোন আমদানিকারক দেশ থেকে এখন শীর্ষ পাঁচ রপ্তানিকারকের মধ্যে ভারত। ইলেকট্রনিক রপ্তানি ৬ বিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ৩৮ বিলিয়ন ডলার। গাড়ি রপ্তানি দ্বিগুণ হয়ে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ি রপ্তানিকারক দেশ।
তিনি আরও বলেন, “এই সাফল্য আত্মনির্ভর ভারতের ধারণাকে আরও শক্তিশালী করছে। আগামী দিনে প্রযুক্তিতে স্বনির্ভরতা হবে আমাদের প্রধান লক্ষ্য।”
আরও পড়ুন: