Homeখবরবিদেশট্রাম্পের ‘ডেড ইকোনমি’ তকমার জবাব, কোন ৩ নীতিতে বিশ্বের শীর্ষ অর্থনীতি হতে...

ট্রাম্পের ‘ডেড ইকোনমি’ তকমার জবাব, কোন ৩ নীতিতে বিশ্বের শীর্ষ অর্থনীতি হতে চলেছে ভারত জানালেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম নীতির জোরেই ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে এগোচ্ছে। অবকাঠামো, স্বাস্থ্য, রপ্তানি— সব ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নতির দাবি করলেন তিনি।

প্রকাশিত

বেঙ্গালুরু মেট্রো ফেজ-৩–এর শিলান্যাস, তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন এবং মেট্রো রেলের ইয়েলো লাইন চালুর অনুষ্ঠানে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, “ভারত দ্রুত বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির মধ্যে জায়গা করে নিতে চলেছে। এই গতি এসেছে রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্মের চেতনা থেকে।”

মোদি বলেন, গত ১১ বছরে ভারতের অর্থনীতি দশম স্থান থেকে উঠে শীর্ষ পাঁচে এসেছে এবং খুব শিগগিরই তৃতীয় স্থানে পৌঁছনোর পথে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক “ডেড ইকোনমি” মন্তব্যের পর এই বার্তা দিলেন তিনি।

পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ২০১৪ সালে মাত্র পাঁচটি শহরে মেট্রো পরিষেবা ছিল, যা বর্তমানে ২৪টি শহরে ১,০০০ কিলোমিটারের বেশি বিস্তৃত— বিশ্বে তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক। রেল নেটওয়ার্কের বিদ্যুতায়ন দ্বিগুণ হয়েছে— ২০১৪–র আগে ২০,০০০ কিমি থেকে বেড়ে ২০২৫-এ ৪০,০০০ কিমি। বিমানবন্দর ৭৪ থেকে বেড়ে ১৬০-এর বেশি হয়েছে, আর জাতীয় জলপথ ৩ থেকে ৩০-এ উন্নীত।

স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের কথা উল্লেখ করে তিনি জানান, ২০১৪-র আগে দেশে ছিল ৭টি এইমস (AIIMS) এবং ৩৮৭টি মেডিক্যাল কলেজ, যা বেড়ে এখন দাঁড়িয়েছে যথাক্রমে ২২ ও ৭০৪।

বাণিজ্য ক্ষেত্রেও ভারতের অগ্রগতি তুলে ধরে মোদি বলেন, ২০১৪-র আগে মোট রপ্তানি ছিল ৪৬৮ বিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমানে ৮২৪ বিলিয়নে পৌঁছেছে। মোবাইল ফোন আমদানিকারক দেশ থেকে এখন শীর্ষ পাঁচ রপ্তানিকারকের মধ্যে ভারত। ইলেকট্রনিক রপ্তানি ৬ বিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ৩৮ বিলিয়ন ডলার। গাড়ি রপ্তানি দ্বিগুণ হয়ে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ি রপ্তানিকারক দেশ।

তিনি আরও বলেন, “এই সাফল্য আত্মনির্ভর ভারতের ধারণাকে আরও শক্তিশালী করছে। আগামী দিনে প্রযুক্তিতে স্বনির্ভরতা হবে আমাদের প্রধান লক্ষ্য।”

আরও পড়ুন:

ভারত সহ একাধিক দেশের পণ্যে ৫০% শুল্ক বৃদ্ধি করলেও এই দুই দেশে কোনও বৃদ্ধি নেই, রাষ্ট্রনেতাদের ভয় পান নাকি ট্রাম্প?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।