এখনো রহস্যেঘেরা মিশর। প্রাচীন মিশরের ইতিহাস সব সময় আকর্ষণ করে গোটা বিশ্বের ইতিহাসবিদ থেকে শুরু করে বিজ্ঞানীদের। চলতি বছরই ২ বিজ্ঞানী দাবি করেন খাফরের পিরামিডের নীচে বিশাল চেম্বার ও টাওয়ারের হদিশ মিলেছে। তাঁরা এখন দাবি করেছেন বিশালাকৃতির স্ফিংক্সের নীচে রয়েছে লম্বালম্বি গোপন চেম্বার।
সাম্প্রতিক স্ক্যান করে গিজা প্ল্যাটোর নীচে রয়েছে বিশাল সাবটেরানিয়ান কমপ্লেক্স। স্ফিংক্সের বেস থেকে ঘোরানো সিঁড়ি নেমে গেছে নীচে। পিরামিডের নীচে রয়েছে ৮টি লম্বালম্বি সিলিন্ডার আকৃতির স্ট্রাকচার। ২টি স্কোয়্যার বা চৌকো আকৃতির স্ট্রাকচার রয়েছে। একটা ২ হাজার ফুটের আরেকটা ৪ হাজার ফুটের। মিশর বিশেষজ্ঞ আরমান্দো মেই জানান, প্রথমে একটা পিরামিড দিয়ে গবেষণার কাজ শুরু হলেও পরে গিজার ৩টি পিরামিডের নীচে গবেষণা চালানো হয়।
দেখা গেছে, গিজার পিরামিডের নীচে বিশাল আকৃতির শহর, চেম্বার, সিঁড়ি, স্তম্ভ রয়েছে। গত মার্চে ইতালি ও স্কটল্যান্ডের গবেষকরা সোনার স্ক্যান ব্যবহার করে পিরামিডের নীচে ১০ গুণ বড়ো আকৃতির শহরের খোঁজ পেয়েছেন। পিরামিডের নীচে ২১০০ ফুট গভীরে লম্বালম্বি সিলিন্ডার আকৃতির স্ট্রাকচারের খোঁজ মিলেছে। আমাদের মনে হয় গোটা গিজা প্লেটোর আকৃতির শহর লুকিয়ে আছে পিরামিডের নীচে। স্ফিংক্সের নীচে ১৩১ ফুট বাই ১৩১ ফুট আয়তনের চেম্বারের খোঁজ মিলেছে।