Homeখবরবিদেশশেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের বার্তা, কী অবস্থান নয়াদিল্লির

শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের বার্তা, কী অবস্থান নয়াদিল্লির

প্রকাশিত

নয়াদিল্লি: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে কূটনৈতিক বার্তা পাঠানোর পর তা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। নয়াদিল্লি জানিয়েছে, এই নোট ভার্বাল-এর আইনি বৈধতা খতিয়ে দেখা হচ্ছে এবং যথাসময়ে এর জবাব দেওয়া হবে। তবে দ্রুততার কোনও প্রয়োজন নেই বলে বিদেশ মন্ত্রক সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।

কূটনৈতিক বার্তা ও ভারতের প্রতিক্রিয়া

নয়াদিল্লি সূত্রে জানা গেছে, এমন কোনও নোট ভার্বাল-এর আইনি দিকগুলো বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি থাকলেও, রাজনৈতিক কারণে আশ্রয় নেওয়া নেতাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে বিশেষ আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই প্রসঙ্গে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রীর সাম্প্রতিক ঢাকা সফরের সময় যে সম্পর্ক উন্নতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল, তা এই বার্তার কারণে প্রশ্নের মুখে পড়েছে।

বিদেশ মন্ত্রকের এক কর্তা বলেন, “শেখ হাসিনার জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে তাঁকে ফেরত পাঠানো হলে ভারতের আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান লঘু হবে।”

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস, চরম আর্থিক সঙ্কট ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত। বস্ত্র শিল্পে হাজার হাজার ছাঁটাই, বৈদেশিক মুদ্রার অভাব এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশটির পরিস্থিতি আরও সঙ্কটজনক করেছে। এই পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই ভারতের কাছে এই দাবি করা হয়েছে বলে মনে করছেন নয়াদিল্লির বিশেষজ্ঞরা।

ভারতের কৌশলগত দৃষ্টিভঙ্গি

ভারতের বিদেশনীতি বরাবরই ‘অতিথি দেবো ভব’ নীতির ওপর ভিত্তি করে। শেখ হাসিনার আশ্রয় চাওয়ার বিষয়টি এই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছেন বিদেশসচিব। পাশাপাশি, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং দু’দেশের সীমান্তের স্থিতিশীলতার ওপরও জোর দেওয়া হয়েছে।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, ভারত চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাক। একই সঙ্গে পাকিস্তান ও চিনের ভূমিকা বিশ্লেষণ করা হচ্ছে, যারা ভারত-বিরোধী পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বলে আশঙ্কা।

আন্তর্জাতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ সম্ভাবনা

আগামী ২০ জানুয়ারি আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে কোনও পরিবর্তন আসে কি না, সেদিকেও নজর রাখছে নয়াদিল্লি। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক কৌশলই ভারতের অগ্রাধিকার বলে মনে করা হচ্ছে।

সব খবরের জন্য এখানে ক্লিক করুন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...

জনপোষণ, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভ তো ছিলই, স্কুলছাত্রীকে মন্ত্রীর গাড়ির ধাক্কা, ওলির ‘সাধারণ দুর্ঘটনা’ মন্তব্যেই আগুনে ঘি

ললিতপুরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত স্কুলছাত্রী, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির “সাধারণ দুর্ঘটনা” মন্তব্য ঘিরে নেপালে তরুণ প্রজন্মের বিস্ফোরণ। বেকারত্ব, দুর্নীতি, স্বজনপোষণ ও নেপো কিডদের দেখনদারি নিয়ে ক্ষোভে তোলপাড় দেশ।