Homeখবরবিদেশরক্তক্ষয়ী বিক্ষোভের পর পিছু হটল নেপাল সরকার, উঠল সমাজমাধ্যম নিষেধাজ্ঞা

রক্তক্ষয়ী বিক্ষোভের পর পিছু হটল নেপাল সরকার, উঠল সমাজমাধ্যম নিষেধাজ্ঞা

প্রকাশিত

অবশেষে পিছু হটল নেপাল সরকার। রক্তক্ষয়ী ছাত্র-যুব আন্দোলনের পর সোমবার গভীর রাতে তুলে নেওয়া হল সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞা। সূত্রের খবর, জরুরি বৈঠকে নেপালের গৃহমন্ত্রী রমেশ লেখক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

কাঠমান্ডুর রাজপথে গত কয়েক দিনে নজিরবিহীন সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন, তাঁদের মধ্যে এক জন ১২ বছরের শিশু। আহত হয়েছেন ৩০০-রও বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামানো হয় রাজধানীতে। পার্লামেন্ট ভবনের বাইরে কারফিউ ভাঙার পর উত্তেজনা আরও বাড়ে।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন, সরকারের দুর্নীতি এবং কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধেই তাঁদের আন্দোলন। ২৪ বছরের ছাত্র ইউজন রাজভাণ্ডারি বলেন, “আমরা শুধু সমাজমাধ্যমের নিষেধাজ্ঞার জন্য নই, বরং নেপালে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেই রাস্তায় নেমেছি।” অন্যদিকে ২০ বছরের ছাত্রী ইক্ষামা তুমরোক বলেন, “আমরা পরিবর্তন চাই। আগের প্রজন্ম সহ্য করেছে, কিন্তু আমাদের প্রজন্মে এই অন্যায় শেষ হওয়া উচিত।”

বিক্ষোভ দমনে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস, রবার বুলেট ব্যবহার করে। তাতেও থামেনি ভিড়। বহু আন্দোলনকারী সংসদ প্রাঙ্গণে ঢুকে পড়েন। একাংশের হাতে ছিল গাছের ডাল, বোতল, আর শ্লোগানে মুখর ছিল রাজপথ।

প্রসঙ্গত, শুক্রবার থেকে নেপালে ফেসবুক, ইউটিউব, এক্স-সহ ২৬টি সমাজমাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ছিল। সরকারের দাবি ছিল, এই সংস্থাগুলিকে দেশে নথিভুক্ত করা এবং অভিযোগ নিষ্পত্তির জন্য অফিসার নিয়োগ করা বাধ্যতামূলক। কিন্তু সাত দিনের সময়সীমা শেষ হওয়ার পরও অধিকাংশ সংস্থা নির্দেশ মানেনি। ফলে নিষেধাজ্ঞা জারি হয়।

যদিও এর জেরে ক্ষোভে ফেটে পড়ে যুবসমাজ। অভিযোগ ওঠে, সরকার মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। টিকটকে ভাইরাল হয় সাধারণ নেপালিদের দুর্দশা বনাম রাজনীতিকদের সন্তানের বিলাসবহুল জীবনের তুলনা। পরিস্থিতি দ্রুত বিস্ফোরক হয়ে ওঠে।

অবশেষে চাপের মুখে সরে এল সরকার। রবিবার জারি এক বিবৃতিতে নেপাল সরকার দাবি করে, তারা মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করে এবং সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে উন্মুক্ত পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনা, আতঙ্কে কেমব্রিজবাসী

ম্যাসাচুসেটস (মার্কিন যুক্তরাষ্ট্র): ম্যাসাচুসেটস রাজ্যের কেমব্রিজ শহরে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় শুক্রবার গুলি চলার...