Home খবর বিদেশ পাকিস্তান কিনছে ৪০টি চিনা স্টেল্থ যুদ্ধবিমান, আঞ্চলিক ভারসাম্যে বদল আনার সম্ভাবনা

পাকিস্তান কিনছে ৪০টি চিনা স্টেল্থ যুদ্ধবিমান, আঞ্চলিক ভারসাম্যে বদল আনার সম্ভাবনা

0

পাকিস্তান চিন থেকে ৪০টি অত্যাধুনিক স্টেল্থ যুদ্ধবিমান জে-৩৫ কিনতে চলেছে বলে খবরে প্রকাশ। হংকং-ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট এবং পাকিস্তানি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চিন আগামী দুই বছরের মধ্যেই এই বিমানগুলি সরবরাহ করবে পাকিস্তানকে।

ওয়াকিবহাল মহলের মতে, এটি চিনের পক্ষ থেকে কোনও বিদেশি মিত্রকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সরবরাহ করার প্রথম উদাহরণ হতে পারে। এই চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে আঞ্চলিক সামরিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।

জে-৩৫ যুদ্ধবিমানের বিশেষত্ব

জে-৩৫ চিনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং এটি হালকা জে-২০ মডেলের একটি সংস্করণ। এই বিমানটি মূলত চিনা বিমানবাহী রণতরীর জন্য তৈরি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের ডিজাইনের মতো হলেও, জে-৩৫ একটি ইঞ্জিনযুক্ত এবং এফ-৩৫ দুইটি ইঞ্জিনযুক্ত।

চিনা কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস-এর আগের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জে-৩৫ যুদ্ধবিমান স্টেল্থ এবং পাল্টা স্টেল্থ অপারেশনের জন্য উপযোগী। এটি আকাশে আধিপত্য নিশ্চিত করা, শত্রু বিমান এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করা এবং বায়ু প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

চিন-পাকিস্তান সামরিক সহযোগিতা

চিন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে। পাকিস্তানের তিনটি সামরিক শাখাকেই আধুনিকীকরণে সহায়তা করেছে চিন। পাকিস্তান বিমানবাহিনীর অন্যতম প্রধান যুদ্ধবিমান জে-১৭ থান্ডার চিন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি।

সম্প্রতি, পাকিস্তানের নৌবাহিনীকে চারটি উন্নতমানের ফ্রিগেট সরবরাহ করেছে চিন। এর ফলে পাকিস্তান আরব সাগর ও ভারত মহাসাগরে তার ভূমিকা আরও বিস্তৃত করতে সক্ষম হয়েছে।

এই যুদ্ধবিমান কেনার পরিকল্পনা পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির ও চিনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল ঝ্যাং ইউশিয়ার মধ্যে একটি বৈঠকের পর প্রকাশ্যে আসে। তবে তবে, চিন বা পাকিস্তানের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই চুক্তি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

স্টেল্থ প্রযুক্তি কী

স্টেল্থ বিমান এক বিশেষ ধরনের অত্যাধুনিক বিমান, যা রাডার ও অন্যান্য সনাক্তকরণ প্রযুক্তিকে ফাঁকি দিতে সক্ষম। এই বিশেষ ক্ষমতা এর ডিজাইন এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্যের মাধ্যমে অর্জিত হয়।

স্টেল্থ প্রযুক্তি এমনভাবে বিমানকে তৈরি করে যাতে এটি দৃশ্যমান আলো, শব্দ, অবলোহিত তরঙ্গ এবং বেতার তরঙ্গকে শোষণ বা প্রতিফলিত করে। এর ফলে শত্রুপক্ষের রাডার বা সনাক্তকরণ সিস্টেমে এর অবস্থান নির্ণয় করা প্রায় অসম্ভব হয়ে যায়।

চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি স্টেল্থ প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি পেয়েছে। পাকিস্তান এ বার চিন থেকে জে-৩৫ স্টেল্থ বিমান কেনার মাধ্যমে নিজের সামরিক ক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা চালাচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version