Home শিক্ষা ও কেরিয়ার ৩২ হাজারের বেশি শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ রেলওয়ে রিক্রুটমেন্ট...

৩২ হাজারের বেশি শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের

বিজ্ঞপ্তি প্রকাশ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের
বিজ্ঞপ্তি প্রকাশ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের

বিভিন্ন বিভাগে ৩২ হাজারের বেশি শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে বলে এর মধ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী বছর ২৩ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের লিঙ্ক শেয়ার করা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে। লেভেল ওয়ানের অধীনে মোট ৩২,৪৩৮ শূন্যপদে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

কী ভাবে বাছাই

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, কম্পিউটার বেসড পরীক্ষা, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট আর নথিপত্র যাচাই ও শারীরিক মাপকাঠির বিচারে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। কম্পিউটার বেসড পরীক্ষায় পাশ না করলে পরবর্তী ধাপের পরীক্ষায় বসা যাবে না।

কোথায় কত শূন্য পদ  

পয়েন্টসম্যান বি পদে ৫,০৫৮, অ্যাসিসট্যান্ট (ট্র্যাক মেশিন) পদে ৭৯৯, অ্যাসিসট্যান্ট (ব্রিজ) পদে ৩০১, ট্র্যাক মেন্টেনার পদে ১৩,১৮৭, অ্যাসিসট্যান্ট পি ওয়ে পদে ২৫৭, অ্যাসিসট্যান্ট সিঅ্যান্ডডব্লিউ পদে ২৫৮৭, অ্যাসিসট্যান্ট টিআরডি ইলেকট্রিক্যাল পদে ১৩৮১, অ্যাসিসট্যান্ট এসঅ্যান্ডটি পদে ২,০১২, অ্যাসিসট্যান্ট লোকো শেড পদে ৪২০, অ্যাসিসট্যান্ট লোকো শেড ইলেকট্রিক্যাল পদে ৯৫০, অ্যাসিসট্যান্ট অপারেশনস (ইলেকট্রিক্যাল) পদে ৭৪৪, অ্যাসিসট্যান্ট টিএল অ্যান্ড সি পদে ১০৪১, অ্যাসিসট্যান্ট টিএল অ্যান্ড সি (ওয়ার্কশপ) পদে ৬২৪ ও অ্যাসিসট্যান্ট (ওয়ার্কশপ) (মেকানিক্যাল) পদে শূন্যপদ ৩০৭৭।

যোগ্যতার মাপকাঠি  

দশম শ্রেণির পরীক্ষায় পাশ করলে ও এনসিভিটি থেকে প্রাপ্ত ন্যাশনাল অ্যাপ্রেনটিসশিপ শংসাপত্র থাকলে আবেদন করা যাবে। বয়স হতে হবে ২০২৫ সালের ১ জুলাইয়ের নিরিখে ১৮-৩৬ বছরের মধ্যে।

আরও প্রয়োজনীয় তথ্য

ডেবিট বা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ও ইউপিআই মোডে আবেদনমূল্য জমা দেওয়া যাবে। জেনারেল, ওবিসি, আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য ৫০০, তফশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ২৫০ ও মহিলা চাকরিপ্রার্থীদের ২৫০ টাকা আবেদনমূল্য লাগবে। প্রথম পর্যায়ের পরীক্ষার পর জেনারেল চাকরিপ্রার্থীরা ৪০০, ওবিসি, তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীরা ২৫০, মহিলা চাকরিপ্রার্থীরা ২৫০ টাকা ফি ফেরত পাবেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version