Homeখবরবিদেশপাকিস্তান কিনছে ৪০টি চিনা স্টেল্থ যুদ্ধবিমান, আঞ্চলিক ভারসাম্যে বদল আনার সম্ভাবনা

পাকিস্তান কিনছে ৪০টি চিনা স্টেল্থ যুদ্ধবিমান, আঞ্চলিক ভারসাম্যে বদল আনার সম্ভাবনা

প্রকাশিত

পাকিস্তান চিন থেকে ৪০টি অত্যাধুনিক স্টেল্থ যুদ্ধবিমান জে-৩৫ কিনতে চলেছে বলে খবরে প্রকাশ। হংকং-ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট এবং পাকিস্তানি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চিন আগামী দুই বছরের মধ্যেই এই বিমানগুলি সরবরাহ করবে পাকিস্তানকে।

ওয়াকিবহাল মহলের মতে, এটি চিনের পক্ষ থেকে কোনও বিদেশি মিত্রকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সরবরাহ করার প্রথম উদাহরণ হতে পারে। এই চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে আঞ্চলিক সামরিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।

জে-৩৫ যুদ্ধবিমানের বিশেষত্ব

জে-৩৫ চিনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং এটি হালকা জে-২০ মডেলের একটি সংস্করণ। এই বিমানটি মূলত চিনা বিমানবাহী রণতরীর জন্য তৈরি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের ডিজাইনের মতো হলেও, জে-৩৫ একটি ইঞ্জিনযুক্ত এবং এফ-৩৫ দুইটি ইঞ্জিনযুক্ত।

চিনা কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস-এর আগের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জে-৩৫ যুদ্ধবিমান স্টেল্থ এবং পাল্টা স্টেল্থ অপারেশনের জন্য উপযোগী। এটি আকাশে আধিপত্য নিশ্চিত করা, শত্রু বিমান এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করা এবং বায়ু প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

চিন-পাকিস্তান সামরিক সহযোগিতা

চিন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে। পাকিস্তানের তিনটি সামরিক শাখাকেই আধুনিকীকরণে সহায়তা করেছে চিন। পাকিস্তান বিমানবাহিনীর অন্যতম প্রধান যুদ্ধবিমান জে-১৭ থান্ডার চিন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি।

সম্প্রতি, পাকিস্তানের নৌবাহিনীকে চারটি উন্নতমানের ফ্রিগেট সরবরাহ করেছে চিন। এর ফলে পাকিস্তান আরব সাগর ও ভারত মহাসাগরে তার ভূমিকা আরও বিস্তৃত করতে সক্ষম হয়েছে।

এই যুদ্ধবিমান কেনার পরিকল্পনা পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির ও চিনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল ঝ্যাং ইউশিয়ার মধ্যে একটি বৈঠকের পর প্রকাশ্যে আসে। তবে তবে, চিন বা পাকিস্তানের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই চুক্তি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

স্টেল্থ প্রযুক্তি কী

স্টেল্থ বিমান এক বিশেষ ধরনের অত্যাধুনিক বিমান, যা রাডার ও অন্যান্য সনাক্তকরণ প্রযুক্তিকে ফাঁকি দিতে সক্ষম। এই বিশেষ ক্ষমতা এর ডিজাইন এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্যের মাধ্যমে অর্জিত হয়।

স্টেল্থ প্রযুক্তি এমনভাবে বিমানকে তৈরি করে যাতে এটি দৃশ্যমান আলো, শব্দ, অবলোহিত তরঙ্গ এবং বেতার তরঙ্গকে শোষণ বা প্রতিফলিত করে। এর ফলে শত্রুপক্ষের রাডার বা সনাক্তকরণ সিস্টেমে এর অবস্থান নির্ণয় করা প্রায় অসম্ভব হয়ে যায়।

চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি স্টেল্থ প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি পেয়েছে। পাকিস্তান এ বার চিন থেকে জে-৩৫ স্টেল্থ বিমান কেনার মাধ্যমে নিজের সামরিক ক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা চালাচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...