Homeখবরবিদেশগাজার মানবিক পরিস্থিতি নিয়ে 'গভীর উদ্বেগ' প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

প্রকাশিত

গাজা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী, প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান…

নয়াদিল্লি: গাজায় চলমান সহিংসতা এবং মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সম্প্রতি প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকে দুই নেতা গাজার বর্তমান সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং মানবাধিকার ইস্যুগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বলে মিডিয়া রিপোর্টে প্রকাশ।

বৈঠকের সময় প্রধানমন্ত্রী মোদী গাজার পরিস্থিতি নিয়ে তাঁর গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “গাজার বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ মানুষ যেভাবে সহিংসতার শিকার হচ্ছে, তা মর্মান্তিক। মানবিক সংকট আরও বাড়তে পারে যদি না আমরা দ্রুত শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে পারি।”

তিনি গাজার সাধারণ মানুষের জন্য অবিলম্বে মানবিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। মোদী বলেন, “ভারত সবসময়ই শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। আমরা আশা করি, গাজায় শীঘ্রই শান্তিপূর্ণ সমাধান আসবে, যাতে এই সংকটের অবসান ঘটে এবং নিরীহ মানুষদের জীবন রক্ষা করা যায়।”

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও বৈঠকে গাজার পরিস্থিতি এবং ফিলিস্তিনি জনগণের দুর্দশা তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও সমর্থনের আহ্বান জানান, যাতে গাজার মানুষ মানবিক সহায়তা পায় এবং শান্তির পথে এগোতে পারে।

ভারত ও প্যালেস্তাইনের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে গুরুত্ব দিয়ে মোদী বলেন, “ভারত সবসময় প্যালেস্তাইনের পাশে ছিল এবং থাকবে। প্যালেস্তাইনের জনগণের অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আমাদের সমর্থন অব্যাহত থাকবে।”

এই বৈঠকটি ভারত এবং প্যালেস্তাইনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের নেতারা বিভিন্ন ইস্যু নিয়ে সহযোগিতা বাড়ানোর জন্য একমত হন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

গাজা সংকট সমাধানের জন্য প্রধানমন্ত্রী মোদী কূটনৈতিক প্রচেষ্টার ওপর বিশেষভাবে জোর দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকটের শান্তিপূর্ণ সমাধানে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।