Homeখবরবিদেশফ্রান্স সফরে মোদী: এআই সামিটে অংশগ্রহণ, ম্যাক্রোঁর সঙ্গে বিশেষ বৈঠক

ফ্রান্স সফরে মোদী: এআই সামিটে অংশগ্রহণ, ম্যাক্রোঁর সঙ্গে বিশেষ বৈঠক

প্রকাশিত

প্যারিস: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্যারিসে পৌঁছে এলিসি প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আতিথেয়তায় এক নৈশভোজে অংশ নেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট মোদীকে স্বাগত জানিয়ে “,প্যারিসে স্বাগত, আমার বন্ধু নরেন্দ্র মোদী। লিখে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দুই রাষ্ট্রপ্রধানের উষ্ণ আলিঙ্গন ও তাঁদের সৌহার্দ্যের ছবি ফুটে উঠেছে।

এআই সামিট ও দ্বিপাক্ষিক বৈঠক

আজ অনুষ্ঠিত হবে AI Action Summit, যেখানে বিশ্বনেতা ও প্রযুক্তি সংস্থার সিইওরা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ ও এর নীতিগত দিক নিয়ে আলোচনা করবেন। এর আগে ২০২৩ সালে যুক্তরাজ্য এবং ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছিল এই শীর্ষ সম্মেলন।

এছাড়াও, ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের ২০৪৭ হরাইজন রোডম্যাপ পর্যালোচনার জন্য ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী।

মার্সেই সফর ও ভারতীয় সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন

আজকের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ম্যাক্রোঁ মার্সেই শহরে যাবেন। সেখানে ম্যাক্রোঁ মোদীর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। বুধবার তাঁরা মাজার্গ ওয়ার সেমিট্রিতে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধে শহিদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এই গোরস্থানটি কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের তত্ত্বাবধানে রয়েছে এবং বহু ভারতীয় সৈন্যের সমাধিস্থল। এরপর দুই নেতা মার্সেইতে ভারতীয় কনস্যুলেটের নতুন কার্যালয় উদ্বোধন করবেন।

পরমাণু গবেষণা কেন্দ্রে সফর

সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী মোদী ক্যাডারাশে আন্তর্জাতিক পরমাণু গবেষণা কেন্দ্র (ITER) পরিদর্শন করবেন। এটি বিশ্বের অন্যতম বৃহৎ গবেষণা প্রকল্প, যেখানে ভারতও গুরুত্বপূর্ণ অংশীদার। এই প্রকল্পের লক্ষ্য পরমাণু সংযোজন প্রযুক্তি ব্যবহার করে দূষণহীন জ্বালানির তৈরি করা।

ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনা

প্যারিস পৌঁছানোর পর প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান। শীতল আবহাওয়া উপেক্ষা করেও তাঁদের উচ্ছ্বাস স্পষ্ট ছিল। মোদী বলেন, “প্যারিসে এক স্মরণীয় অভর্থণা! ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও ভারতীয় সম্প্রদায়ের ভালবাসা আজ সন্ধ্যায় অসাধারণ ছিল। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ এবং তাঁদের সাফল্যে গর্বিত।”

কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা

প্রধানমন্ত্রীর এই সফর ভারত-ফ্রান্স কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে বলেই বিশেষজ্ঞদের মত। AI, পরমাণু শক্তি, প্রতিরক্ষা ও শিক্ষাক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও গভীর হবে বলে মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।