Homeখবরবিদেশফ্রান্স সফরে মোদী: এআই সামিটে অংশগ্রহণ, ম্যাক্রোঁর সঙ্গে বিশেষ বৈঠক

ফ্রান্স সফরে মোদী: এআই সামিটে অংশগ্রহণ, ম্যাক্রোঁর সঙ্গে বিশেষ বৈঠক

প্রকাশিত

প্যারিস: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্যারিসে পৌঁছে এলিসি প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আতিথেয়তায় এক নৈশভোজে অংশ নেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট মোদীকে স্বাগত জানিয়ে “,প্যারিসে স্বাগত, আমার বন্ধু নরেন্দ্র মোদী। লিখে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দুই রাষ্ট্রপ্রধানের উষ্ণ আলিঙ্গন ও তাঁদের সৌহার্দ্যের ছবি ফুটে উঠেছে।

এআই সামিট ও দ্বিপাক্ষিক বৈঠক

আজ অনুষ্ঠিত হবে AI Action Summit, যেখানে বিশ্বনেতা ও প্রযুক্তি সংস্থার সিইওরা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ ও এর নীতিগত দিক নিয়ে আলোচনা করবেন। এর আগে ২০২৩ সালে যুক্তরাজ্য এবং ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছিল এই শীর্ষ সম্মেলন।

এছাড়াও, ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের ২০৪৭ হরাইজন রোডম্যাপ পর্যালোচনার জন্য ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী।

মার্সেই সফর ও ভারতীয় সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন

আজকের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ম্যাক্রোঁ মার্সেই শহরে যাবেন। সেখানে ম্যাক্রোঁ মোদীর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। বুধবার তাঁরা মাজার্গ ওয়ার সেমিট্রিতে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধে শহিদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এই গোরস্থানটি কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের তত্ত্বাবধানে রয়েছে এবং বহু ভারতীয় সৈন্যের সমাধিস্থল। এরপর দুই নেতা মার্সেইতে ভারতীয় কনস্যুলেটের নতুন কার্যালয় উদ্বোধন করবেন।

পরমাণু গবেষণা কেন্দ্রে সফর

সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী মোদী ক্যাডারাশে আন্তর্জাতিক পরমাণু গবেষণা কেন্দ্র (ITER) পরিদর্শন করবেন। এটি বিশ্বের অন্যতম বৃহৎ গবেষণা প্রকল্প, যেখানে ভারতও গুরুত্বপূর্ণ অংশীদার। এই প্রকল্পের লক্ষ্য পরমাণু সংযোজন প্রযুক্তি ব্যবহার করে দূষণহীন জ্বালানির তৈরি করা।

ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনা

প্যারিস পৌঁছানোর পর প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান। শীতল আবহাওয়া উপেক্ষা করেও তাঁদের উচ্ছ্বাস স্পষ্ট ছিল। মোদী বলেন, “প্যারিসে এক স্মরণীয় অভর্থণা! ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও ভারতীয় সম্প্রদায়ের ভালবাসা আজ সন্ধ্যায় অসাধারণ ছিল। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ এবং তাঁদের সাফল্যে গর্বিত।”

কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা

প্রধানমন্ত্রীর এই সফর ভারত-ফ্রান্স কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে বলেই বিশেষজ্ঞদের মত। AI, পরমাণু শক্তি, প্রতিরক্ষা ও শিক্ষাক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও গভীর হবে বলে মনে করা হচ্ছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...