বিশ্বব্যাপী ব্যবসায়ীদের কাশীতে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি বাণিজ্যিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেন, “ভারতে যখন পানের কথা ওঠে, তখন বারানসীর কথা না বললেই নয়। আমি বারানসীর সংসদ সদস্য।” তিনি হাসির বলেন, “যদি আপনাদের পান উপভোগ করতে হয়, তবে কাশীতে বিনিয়োগ করতে হবে।”
কাশীর বিখ্যাত ‘বানারসি পান’ শুধু ভারতের বিবাহ অনুষ্ঠানের মেনুতে নয়, এটি ভারতীয় সংস্কৃতিতেও অত্যন্ত জনপ্রিয়, এমনকি বলিউডের গানেও এর উল্লেখ রয়েছে। প্রধানমন্ত্রী মোদী সিঙ্গাপুরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং ভারতের চলমান আর্থিক সংস্কারগুলো তুলে ধরেন, যা বিনিয়োগ এবং উদ্ভাবনকে আরও উৎসাহিত করবে বলে জানান।
এরই মধ্যে, সিঙ্গাপুরে ‘ইনভেস্ট ইন্ডিয়া’ অফিস স্থাপনের ঘোষণাও করেন প্রধানমন্ত্রী। এই অফিসটি সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এটি সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের সহযোগিতার জন্য কাজ করবে।
প্রধানমন্ত্রী মোদী এদিন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শানমুগারত্নমের সঙ্গে বৈঠক করেন এবং ভারতের সঙ্গে সিঙ্গাপুরের অংশীদারিত্বের জন্য ধন্যবাদ জানান। তিনি সমাজ মাধ্যম এক্স-এ লেখেন, “রাষ্ট্রপতি শানমুগারত্নমের সঙ্গে খুব ভালো একটি বৈঠক হয়েছে। আমাদের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে, বিশেষত দক্ষতা উন্নয়ন, টেকসইতা, প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে।”