সাসপেন্ড করা হল পশ্চিম বর্ধমানের কাঁকসার বিডিও অফিসের কর্মী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আয়োজিত নবান্ন অভিযানের পাশাপাশি একটি পৃথক নবান্ন অভিযানের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ ও অন্যান্য চাকরিপ্রার্থীদের মঞ্চ। সেই অভিযানে শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। তার পরই তিনি সাসপেন্ডের চিঠি পেয়েছন। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পুনমবালমের তরফে এই সংক্রান্ত চিঠি তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ অগস্ট থেকেই এই সাসপেনশন কার্যকর হবে।
শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে ২৭ অগস্ট হাওড়া থানার পুলিশ নবান্ন অভিযানের সময় গ্রেফতার করেছিল। এরপর জামিনে মুক্তি পেলেও ৩ সেপ্টেম্বর কাজে যোগ দেন তিনি। তবে সাসপেনশনের চিঠিতে নবান্ন অভিযানের উল্লেখ না থাকলেও হাওড়া থানায় একটি মামলায় তাঁর গ্রেফতারের কারণে সাসপেন্ড করা হয়েছে বলে জানানো হয়েছে।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ, শিক্ষক দিবসে শিক্ষারত্ন ফিরিয়ে দিলেন শিক্ষক দীপক মজুমদার
শুভঙ্করের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগও রয়েছে। সাসপেনশনের আদেশের পর শুভঙ্কর জানান, “এই সাসপেনশন বেআইনি এবং এটা আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা। আমরা সত্যের পথে আছি এবং আইনি পথে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করব।”
অন্যদিকে, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পুনমবালম জানিয়েছেন, “শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় পুলিশের হেফাজতে ছিলেন এবং নিয়ম অনুযায়ী তাঁকে সাসপেন্ড করা হয়েছে।”