Homeখবরবিদেশবাংলাদেশ প্রসঙ্গে মোদীর উদ্বেগ, ট্রাম্প বললেন ‘ভারতই সিদ্ধান্ত নিক’, পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে...

বাংলাদেশ প্রসঙ্গে মোদীর উদ্বেগ, ট্রাম্প বললেন ‘ভারতই সিদ্ধান্ত নিক’, পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা

প্রকাশিত

ওয়াশিংটন: দুই দিনের আমেরিকা সফরে গিয়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক এই আলোচনায় উঠে এল বাংলাদেশ প্রসঙ্গ। মোদী বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, আর ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন—এই বিষয়ে আমেরিকার কোনও গোপন ভূমিকা নেই, বরং ভারতই সিদ্ধান্ত নিক

বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর…

গত ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পদত্যাগ করে তিনি ভারতে আশ্রয় নেন। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নতুন সরকার হাসিনার প্রত্যর্পণের দাবি জানিয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে, তবে দিল্লি এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।

বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দেশটিতে সংখ্যালঘু নির্যাতন, সম্পত্তি ধ্বংসের অভিযোগ বাড়ছে। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির একটি অংশ ভেঙে ফেলা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সুধা সদন-এ। এমন পরিস্থিতিতে মোদী তাঁর উদ্বেগের কথা ট্রাম্পকে জানান

ট্রাম্পের প্রতিক্রিয়া

সূত্রের খবর, ট্রাম্প মোদীর উদ্বেগ শুনে জানান যে, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত, তবে আমেরিকার এতে কোনও হস্তক্ষেপ নেই। তিনি বলেন—

“দীর্ঘদিন ধরে ভারতের প্রধানমন্ত্রী এই সমস্যার সমাধান খুঁজছেন। বহু বছর ধরে ভারত এই বিষয়ে সক্রিয়। আমি এই সংক্রান্ত খবর পড়ে এসেছি। তবে বাংলাদেশের ব্যাপারটা আমি মোদীর উপরেই ছেড়ে দিতে চাই।”

মোদী-ট্রাম্পের আলোচনা ও পাকিস্তান প্রসঙ্গ

বাংলাদেশ প্রসঙ্গে কথা বলার পর মোদী-ট্রাম্পের বৈঠকে উঠে আসে সন্ত্রাসবাদ দমনের বিষয়। যৌথ বিবৃতিতে পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দেওয়া হয়

বিবৃতিতে বলা হয়—

  • পাকিস্তানকে নিজের মাটি সন্ত্রাসবাদীদের থেকে মুক্ত রাখতে হবে
  • সীমান্তে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে হবে

এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ইসলামাবাদ। পাকিস্তানের বিদেশ বিষয়ক মুখপাত্র শাফকাত আলি খান বলেন—

“এই বিবৃতি একতরফা ও বিভ্রান্তিকর। পাকিস্তান যে আত্মত্যাগ করেছে, তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।”

২৬/১১ হামলার চক্রী তাহাউর রানার প্রত্যর্পণ

বৈঠকের পরই ট্রাম্প ঘোষণা করেন, ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করা হবে। কানাডীয়-পাক বংশোদ্ভূত এই অপরাধী বর্তমানে ক্যালিফোর্নিয়ার কারাগারে বন্দি। কয়েক সপ্তাহ আগেই আমেরিকার আদালত তাহাউর রানার প্রত্যর্পণের অনুমোদন দেয়

বাংলাদেশ ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী?

ভারত এখনও হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। তবে মোদী-ট্রাম্প আলোচনার পর স্পষ্ট হয়েছে, বাংলাদেশ ইস্যুতে ভারতকেই দায়িত্ব নিতে হবে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।