আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফর করবেন। স্থানীয় সময় সোমবার (২২ জানুয়ারি), এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “তিনি (প্রধানমন্ত্রী মোদী) ফেব্রুয়ারির কোনো এক সময় যুক্তরাষ্ট্রে আসবেন।” সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর ফোনালাপের পর ট্রাম্প এই মন্তব্য করেন। উল্লেখযোগ্যভাবে, এটি ছিল ট্রাম্পের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মোদীর সঙ্গে তার প্রথম ফোনালাপ। গত ২০ জানুয়ারি রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প আবারো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।
কূটনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে এই সফরের পরিকল্পনা নিয়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে দুই নেতার মধ্যে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার অভিবাসন বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, “ভারত অবৈধ অভিবাসীদের ফেরত নেওয়ার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে।” উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন ট্রাম্প। এই আশ্বাস আমেরিকার মসনদে তাঁর বসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।