Home খবর বিদেশ একদিনে ১৫৫ বার ভূমিকম্প! জাপানে মৃত অন্তত ৩০

একদিনে ১৫৫ বার ভূমিকম্প! জাপানে মৃত অন্তত ৩০

0

একের পর এক জোরালো ভূমিকম্প! ইংরাজি নতুন বছরের প্রথম দিনেই ভয়ঙ্কর দুর্যোগের কবলে জাপান। ধারাবাহিক শক্তিশালী ভূমিকম্পের পর কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক।

সোমবার থেকে, দ্বীপরাষ্ট্রটিতে ১৫৫টির মতো ভূমিকম্পে আঘাত হেনেছে। যেগুলির মধ্যে একটির তীব্রতা ৭.৬। জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, বাকি আরও একটির মাত্রা ৬-এর বেশি। ভূমিকম্পের পরই গোটা দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। সমুদ্রের ঢেউ অনেক উঁচু পর্যন্ত উঠতে শুরু করে। উপকূলবর্তী এলাকার লোকেদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়।

প্রাথমিক ভূমিকম্পের পরপরই কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছেন। ৫ ফুটের মতো উঁচু ঢেউ আছড়ে পড়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় ৩৩ হাজার পরিবার বিদ্যুৎবিহীন রয়েছে। প্রধান মহাসড়ক-সহ সারা দেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে চিকিৎসা এবং উদ্ধার কাজে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, সাখালিন দ্বীপের পশ্চিম উপকূল এবং মূল ভূখণ্ডের প্রিমর্স্ক ও খাবারভস্ক অঞ্চলে সুনামি সতর্কতা রয়েছে। এদিকে, জাপানে ব্যাপক ভূমিকম্পের পর দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ৩.৩ ফুটের মতো উচ্চতার সুনামি পৌঁছেছে। অন্য দিকে, উত্তর কোরিয়ার উপকূলে ২ মিটারের বেশি সম্ভাব্য ঢেউয়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এ দিকে, সোমবার গভীর রাতেও উত্তর ভারত সহ বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সিসমোলজি সেন্টারের মতে, সন্ধ্যায় নাগাল্যান্ডে একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ৭টা ১৮ মিনিটে, ভূমি থেকে ৫ কিলোমিটার গভীরে অবস্থিত ওখা এলাকায় ২.৮ মাত্রার ভূমিকম্প হয়। গভীর রাতে ১০ টা ২৯ সেকেন্ডে লাদাখেও ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের তীব্রতা রেকর্ড করা হয়েছে ৩.৬। গভীরতা ছিল ভূপৃষ্ঠ ১০ কিলোমিটার নীচে। এ ছাড়া অসমের ধুবরিতে রাত ১১.২৩ মিনিটে ২.৬ মাত্রার ভূমিকম্প হয়। এর গভীরতা ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার।

আরও পড়ুন: বছরের প্রথম দিনে বড় চমক! কৃষ্ণগহ্বরের খোঁজে মহাকাশে পাড়ি দিল ইসরোর এক্সপোস্যাট

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version