Home খবর দেশ বছরের প্রথম দিনে বড় চমক! কৃষ্ণগহ্বরের খোঁজে মহাকাশে পাড়ি দিল ইসরোর এক্সপোস্যাট

বছরের প্রথম দিনে বড় চমক! কৃষ্ণগহ্বরের খোঁজে মহাকাশে পাড়ি দিল ইসরোর এক্সপোস্যাট

0

নয়াদিল্লি: ইংরাজি নতুন বছরের প্রথম দিনে বড় চমক ইসরো-র। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে সফল ভাবে আরও একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা। এক্সপোস্যাট (XPoSAT) বা এক্স রে পোলার মিটার (X-ray Polarimeter Sat) উৎক্ষেপণ করল ইসরো। মহাবিশ্বের প্রাচীনতম রহস্যগুলির মধ্যে অন্যতম ‘কৃষ্ণগহ্বর’ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতেই এই উপগ্রহ উৎক্ষেপণ।

ইসরো জানিয়েছে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV)-এর উত্তোলন স্বাভাবিক ছিল এবং এক্সপোস্যাট সফল ভাবে উৎক্ষেপণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ কথা জানান ইসরো প্রধান এস সোমনাথ। তিনি জানান, পিএসএলভি -সি৫৮ রকেটে চেপে মহাকাশে উদ্দেশ্যে পাড়ি দিয়েছে কৃত্রিম উপগ্রহটি। এটি মাত্র ২১ মিনিটে মহাকাশে ৬৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছবে।

এক্সপোস্যাট মিশন উৎক্ষেপণটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV)-এর ৬০তম মিশন। ২৬০ টন ওজনের রকেটটির মধ্যে থাকা একটি উন্নত প্রযুক্তি কৃষ্ণগহ্বর এবং নিউট্রন স্টার’স নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যবহৃত হবে। এ বিষয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় দেশ হতে চলেছে ভারত। নাসার পর ইসরোই দুনিয়ার একমাত্র মহাকাশ গবেষণা সংস্থা যারা এমন উপগ্রহ মহাকাশে পাঠাল।

মহাকাশে এই কৃত্রিম উপগ্রহটির আয়ু পাঁচ বছর। পৃথিবীর উপরে নিচু কক্ষপথেই প্রদক্ষিণ করবে এক্সপোস্যাট। ভূমি থেকে তার সর্বোচ্চ উচ্চতা হবে ৫০০ থেকে ৭০০ কিলোমিটার। এক্সপোস্যাটে রয়েছে দু’টি পেলোড— পোলিক্স (পোলারিমিটার ইনস্ট্রুমেন্ট ইন এক্স-রে) এবং এক্সস্পেক্ট (এক্স-রে স্পেকট্রোস্কোপি অ্যান্ড টাইমিং)।

গত বছর ইসরোর মুকুটে উঠেছিল দুটি পালক। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান নামিয়েছিল ইসরো। পাশাপাশি সূর্য অভিযানে পাঠিয়েছিল আদিত্য এল ওয়ান। এবার নতুন বছরের প্রথম দিনেই ইসরো মহাকাশে পাঠাল তার নতুন উপগ্রহ এক্সপোস্যাটকে বা এক্স রে পোলার মিটার স্যাটেলাইট।

আরও পড়ুন: ক’দিন বাদেই সাগরে পুণ্যস্নান, সাধুসন্তদের ভিড় জমে উঠেছে বাবুঘাট

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version