Homeখবরবিদেশ'ভারতে ফিরে যাও', লন্ডনে দীপাবলির ভিডিও ঘিরে বর্ণবিদ্বেষী আক্রমণ

‘ভারতে ফিরে যাও’, লন্ডনে দীপাবলির ভিডিও ঘিরে বর্ণবিদ্বেষী আক্রমণ

প্রকাশিত

লন্ডনে দীপাবলি উৎসবকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। কিন্তু সম্প্রতি মেয়র সাদিক খানের শেয়ার করা এক ভিডিও ঘিরে তীব্র বর্ণবিদ্বেষী প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই ভিডিওটি লন্ডনের বিখ্যাত ট্রাফালগার স্কোয়ারে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া “সবচেয়ে বড় দীপাবলি উৎসবের” প্রচার হিসেবে প্রকাশিত হয়েছিল। ওই ভিডিওটি প্রকাশের পরই কিছু মানুষের বর্ণবিদ্বেষী মন্তব্যে পরিস্থিতি তিক্ত হয়ে ওঠে।

ভিডিওতে গত বছরগুলোর দীপাবলি উদযাপনের আনন্দময় মুহূর্তগুলো দেখানো হয়েছে। নাচ, গান, রঙিন সাজসজ্জা—যা দীপাবলির খুশি এবং সকল সম্প্রদায়কে উৎসবে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মেয়র খানের আন্তরিক বার্তা, “আমার পরিবার থেকে আপনাদের জন্য শুভ দীপাবলি,” সম্প্রীতির বার্তা দিতে চেয়েছিল। কিন্তু ভিডিওর মন্তব্য বিভাগে “ভারতে ফিরে যাও,” “আমাদের দেশে এ সব চাই না,”-র মতো বর্ণবিদ্বেষী মন্তব্যে মন্তব্যে ভরে উঠেছে।

লন্ডনের জনসংখ্যার ৭.৫ শতাংশ অংশ ভারতীয় সম্প্রদায় হলেও, এই ধরনের মন্তব্যে তারা নিজেদের অমর্যাদাকর অবস্থানে অনুভব করছেন। অনেকেই সামাজিক মাধ্যমে তাঁদের ক্ষোভ প্রকাশ করেন। এক জন মন্তব্য করেন, কেন দীপাবলি উদযাপনে এতটা উদ্যোগ নেওয়া হচ্ছে, যা কিছু মানুষের কাছে সাম্প্রদায়িক অসম্মানের ইঙ্গিত দেয়।

ভারতীয় সম্প্রদায়ের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের ইতিহাস

যুক্তরাজ্যে ভারতীয় সম্প্রদায়ের বর্ণবিদ্বেষের অভিজ্ঞতা বহু প্রাচীন। উপনিবেশিক যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত দক্ষিণ এশীয়রা বিভিন্ন ধরনের স্টেরিওটাইপ এবং বর্ণবাদী আচরণের শিকার হয়ে আসছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা যুক্তরাজ্যকে তাদের নিজস্ব বাসস্থান হিসেবে গ্রহণ করলেও অনেক সময় তাদের ‘বহিরাগত’ হিসেবে দেখা হয়।

বর্ণবিদ্বেষী আক্রমণ কেবল কথোপকথনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং গণমাধ্যম এবং রাজনীতির মতো ক্ষেত্রেও মাধ্যমেও স্পষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার প্রভাবে এই ধরনের বর্ণবিদ্বেষী মন্তব্য আরও দ্রুত ছড়িয়ে পড়ছে, যেখানে অনেকেই নিজেকে আড়াল করে বিদ্বেষ ছড়াচ্ছে।

ঐক্যের আহ্বান

এই বিতর্কের পর, ভারতীয় সম্প্রদায়ের অনেকেই ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলছেন। ভিডিওটির প্রাথমিক শেয়ারকারী কন্টেন্ট ক্রিয়েটর অক্ষয় ও দীপালি তাঁদের হতাশা প্রকাশ করে বলেছেন, দীপাবলির আনন্দ শুধু ভারতীয়দের জন্য নয়, বরং লন্ডনের সকলের জন্য একটি উদযাপন।

দীপাবলির মতো উৎসব ভারতীয় সম্প্রদায়ের শক্তি এবং ঐক্যের প্রতীক। যেখানে এই ধরনের মন্তব্য বিতর্কের সৃষ্টি তৈরি করে।

এমনকী মেয়র সাদিক খানের বার্তাও এই পরিস্থিতিতে আরও জরুরি, “দীপাবলি হল আনন্দ, ঐক্য এবং সম্প্রীতির সময়। লন্ডন যখন উৎসবের আলোতে সেজে উঠবে, তখন আশা করা যায় যে এই স্পিরিট ঘৃণার পরিবর্তে ভালবাসার বার্তা দেবে এবং সকলের আনন্দ উদযাপনের পরিবেশ তৈরি করবে”।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...