খবর অনলাইন ডেস্ক: বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে আগামী জানুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে কার্যভার গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টকে নিরাপত্তা দিতে চারপেয়ে কুকুরের আকারের রোবটের ব্যবস্থা করা হয়েছে। আমেরিকার সিক্রেট সার্ভিসের টিমের রোবট কুকুর ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।
ইতিমধ্যেই ওই ‘কুকুর’কে দেখা গিয়েছে, ফ্লোরিডায় পাম বিচে ট্রাম্পের যে মার-এ-ল্যাগো (Mar-a-lago) এস্টেট আছে সেখানে পাহারা দিতে। ওই ‘কুকুরের’ গায়ে লেখা আছে ‘ডু নট পেট’ (আমাকে পুষবেন না)। অত্যাধুনিক প্রযুক্তির এই রোবট কুকুর তৈরি করেছে বস্টন ডায়নামিক্স নামক সংস্থা। নজরদারি চালানোর জন্য একাধিক অত্যাধুনিক যন্ত্রাংশ রয়েছে কুকুর-রোবটের শরীরে। অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি রয়েছে রোবটের শরীরে।
এর আগে একাধিক বার ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছিল। তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তাই সিক্রেট সার্ভিসের গোয়েন্দারা ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ। এই কারণেই এই অত্যাধুনিক প্রযুক্তির কুকুর-রোবট ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রোবটের দক্ষতা, কাঠামো ও প্রযুক্তি সম্পর্কে বিশদে জানাতে নারাজ সিক্রেট সার্ভিসের মুখ্য জনসংযোগ আধিকারিক অ্যান্থনি গুগলিয়েলমি।
কুকুর-রোবট হল সিক্রেট সার্ভিসের অটোনমাস সিস্টেমস অ্যান্ড টেকনিক্যাল রোবোটিক অপারেশনের অংশ। রোবট-কুকুর বোমা বা রাসায়নিক হামলাও ঠেকাতে পারদর্শী। এতে লাগানো আছে অত্যাধুনিক ক্যামেরা যা থার্মাল ইমেজিং ও হাই রেজোলিউশন জুম করতে পারে।
ভারত-সহ বিভিন্ন দেশের সেনাবাহিনী বিভিন্ন অভিযানে আজকাল কুকুর-রোবট ব্যবহার করে থাকে। আমেরিকার সেনাবাহিনীও কুকুর-রোবট ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে। স্পর্শকাতর এলাকায় গন্ডগোল হলে সাধারণ পুলিশকর্মচারী নয়, নিউইয়র্কের পুলিশ পাঠায় রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত কে-৯ ইউনিটের অন্তর্গত ‘ডিজিডগ’ রোবোটিক কুকুর। নিউইয়র্কের দমকল বাহিনীও এ রকম রোবোটিক কুকুর ব্যবহার করে।