Homeখবরবিদেশএই প্রথমবার ইউক্রেনে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছুড়ল রাশিয়া

এই প্রথমবার ইউক্রেনে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছুড়ল রাশিয়া

প্রকাশিত

রাশিয়া এই প্রথম বার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (ICBM) ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাল। রাশিয়ার দক্ষিণের অ্যাস্ট্রাখান অঞ্চল থেকে বৃহস্পতিবার সকালে এই মিসাইল ছোড়া হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর এই প্রথমবার রাশিয়া এত শক্তিশালী এবং দীর্ঘপাল্লার মিসাইল ব্যবহার করল বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

রাশিয়ার এই আক্রমণ ডিনিপ্রো শহরের কেন্দ্রীয়-পূর্ব অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে চালানো হয়। হামলায় দু’জন আহত হয়েছেন এবং একটি শিল্প কারখানা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মিসাইলটি ঠিক কী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তা এখনও স্পষ্ট নয়।

এত শক্তিশালী আইসিবিএম ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করার ঘটনা প্রথম। যদিও এই ধরনের মিসাইল সাধারণত পারমাণবিক অস্ত্র বহন করার জন্য ডিজাইন করা হয় এবং এর পাল্লা ইউক্রেনের মতো দেশ লক্ষ্যবস্তু করার জন্য অতিরিক্ত দীর্ঘ, তবুও রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি রাশিয়ার পারমাণবিক ক্ষমতা প্রদর্শন এবং যুদ্ধে সম্ভাব্য আরও গুরুতর পর্যায়ে নিয়ে যাওয়ার সতর্কবার্তা।

এই হামলার একদিন আগে ব্রিটিশ-ফরাসি যৌথ ভাবে নির্মিত স্টর্ম শ্যাডো মিসাইল ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানে ইউক্রেন। যুদ্ধের শুরু থেকে ইউক্রেনের প্রথম বার এই ধরনের মিসাইল ব্যবহার। রাশিয়া আগে থেকেই এই ধরনের হামলাকে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসাবে দেখার কথা জানিয়েছিল।

উল্লেখ্য, ১৯ নভেম্বর ছিল রাশিয়ার ইউক্রেন আক্রমণের ১,০০০তম দিন। এই দীর্ঘ যুদ্ধে এখনও শান্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একই দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সংশোধিত পারমাণবিক নীতি ঘোষণা করেন। নতুন নীতিতে বলা হয়েছে, যে কোনো দেশ যদি রাশিয়ার ওপর প্রচলিত অস্ত্র ব্যবহার করে হামলা চালায় এবং সেই দেশ কোনো পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন পায়, তবে তাকে রাশিয়ার বিরুদ্ধে যৌথ আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

ওয়াকিবহাল মহলের মতে, এই হামলা এবং পাল্টা পদক্ষেপগুলি যুদ্ধকে আরও উত্তপ্ত পর্যায়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে। আইসিবিএম-এর ব্যবহার শুধু শক্তি প্রদর্শন নয়, এটিকে ইউক্রেন ও পশ্চিমা শক্তিগুলির প্রতি রাশিয়ার কঠোর বার্তা হিসাবেই ধরে নেওয়া যেতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।