Home খবর বিদেশ পুতিনকে হত্যার চেষ্টায় ক্রেমলিনে ড্রোন হামলা! ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিস্ফোরক অভিযোগ

পুতিনকে হত্যার চেষ্টায় ক্রেমলিনে ড্রোন হামলা! ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিস্ফোরক অভিযোগ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছে ইউক্রেন। প্রেসিডেন্ট পুতিনকে হত্যার লক্ষ্যে ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর জন্য ইউক্রেনকে কাঠগড়ায় তুলেছে রাশিয়া। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের দু’টি ড্রোনকে গুলি করে নামিয়েছে রুশ বাহিনী।

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, “ক্রেমলিনকে লক্ষ্য করে দু’টি মনুষ্যবিহীন ড্রোন উড়ে আসছিল। রাডার ব্যবস্থা ব্যবহার করে সামরিক এবং বিশেষ পরিষেবা বাহিনী সময় মত পদক্ষেপ করে, ডিভাইসগুলিকে নিষ্ক্রিয় করে।” ক্রেমলিনের দাবি, তারা এই হামলাকে একটি পরিকল্পিত কর্মকাণ্ড হিসাবে বিবেচনা করছে এবং বদলা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ক্রেমলিন আরও জানিয়েছে, ড্রোন হামলায় পুতিন বা অন্য কেউ আহত হননি, তেমনই ক্রেমলিন ভবনেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ বলেছে, “ক্রেমলিন বিজয় দিবসের (৯ মে) কুচকাওয়াজের আগে এ ধরনের হামলাকে একটি পরিকল্পিত কর্মকাণ্ড এবং প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।”

সোশ্যাল মিডিয়ায় এই হামলার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটির সত্যতা অবশ্য যাচাই করা যায়নি। তবে সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ক্রেমলিনের আকাশে একটি অজানা উড়ন্ত বস্তু। ক্রেমলিনের মূল গম্বুজে সেই বস্তুটি আঘাত করার ঠিক আগে, সেটিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। ধ্বংসাবশেষ নীচে পড়ে যেতে দেখা যায়।

আরও পড়ুন: বঙ্গোপাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিমুখ কোন দিকে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version