Homeখবরবিদেশস্যামসাংয়ের দক্ষিণ কোরিয়ার কারখানায় অনির্দিষ্টকালের ধর্মঘটে ৩০,০০০ কর্মী, উৎপাদন অব্যাহত, দাবি কর্তৃপক্ষের

স্যামসাংয়ের দক্ষিণ কোরিয়ার কারখানায় অনির্দিষ্টকালের ধর্মঘটে ৩০,০০০ কর্মী, উৎপাদন অব্যাহত, দাবি কর্তৃপক্ষের

প্রকাশিত

দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক্সের একটি ফ্যাক্টরিতে ৩০,০০০ কর্মী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গেছেন।

এনএসইউ (ন্যাশনাল স্যামসাং ইলেকট্রনিক্স ইউনিয়ন) শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধার দাবিতে ধর্মঘটের ঘোষণা করে। ইউনিয়নের তরফে প্রথমে তিনদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়। সেই ধর্মঘট শেষ হতেই অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।  

ইউনিয়ন জানিয়েছে, ম্যানেজমেন্ট তাদের দাবির উপর আলোচনা করতে রাজি হয়নি। তাই তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

বিবিসি-এর প্রশ্নের জবাবে স্যামসাং কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।

মোদী-পুতিন বৈঠকে বড় সিদ্ধান্ত, রুশ সেনা থেকে সমস্ত ভারতীয়দের ছেড়ে দেবে রাশিয়া

ইউনিয়নের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রথম সাধারণ ধর্মঘটের পরেও কোম্পানি আলোচনার ইচ্ছা দেখায়নি, তাই আমরা ১০ জুলাই থেকে দ্বিতীয় অনির্দিষ্টকালের সাধারণ ধর্মঘটের আহ্বান জানাই।”

এনএসইউ দক্ষিণ কোরিয়ায় স্যামসাং ইলেকট্রনিক্সের প্রায় এক চতুর্থাংশ কর্মীর প্রতিনিধিত্ব করে।

ইউনিয়ন জানিয়েছে, এই ধর্মঘটের ফলে উৎপাদন বাধাপ্রাপ্ত হয়েছে, যদিও স্যামসাং এই দাবি অস্বীকার করেছে।

ফিবোনাচি অ্যাসেট ম্যানেজমেন্ট গ্লোবালের জুং ইন ইউন বলেছেন, “আমাদের ধারণা অনুযায়ী, উৎপাদনে কোনও ব্যাঘাত ঘটবে না।”

গত মাসে কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো ইউনিয়ন ধর্মঘট করে। প্রায় ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটেছিল।

স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ, স্মার্টফোন এবং টেলিভিশন প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

দক্ষিণ কোরিয়ান কনগ্লোমারেট স্যামসাং গ্রুপের এটি ফ্ল্যাগশিপ ইউনিট। এই ধর্মঘটের পরে কোরিয়া স্টক এক্সচেঞ্জে স্যামসাংয়ের শেয়ারের মূল্য কমেছে।

ইউনিয়নের সঙ্গে আলোচনা না করার জন্য স্যামসাং গ্রুপ আলোচিত, তবে ২০২০ সালে এর চেয়ারম্যানের বিরুদ্ধে বাজারে কারসাজি এবং ঘুষের অভিযোগের মামলা হওয়ার পর কোম্পানির অবস্থানে পরিবর্তন এসেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...