Homeখবরবিদেশহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনা, আতঙ্কে কেমব্রিজবাসী

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনা, আতঙ্কে কেমব্রিজবাসী

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনায় পুলিশ ব্যালিস্টিক প্রমাণ উদ্ধার করেছে, তবে কোনো ভুক্তভোগী শনাক্ত করা যায়নি। জননিরাপত্তায় কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রকাশিত

ম্যাসাচুসেটস (মার্কিন যুক্তরাষ্ট্র): ম্যাসাচুসেটস রাজ্যের কেমব্রিজ শহরে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় শুক্রবার গুলি চলার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে শেরম্যান স্ট্রিটে। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাইকে চেপে এসে আরেকজনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ওই ব্যক্তি গার্ডেন স্ট্রিটের দিকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

ঘটনার পরপরই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করে ‘শেল্টার-ইন-প্লেস’-এর নির্দেশ দেয়, অর্থাৎ সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়। তবে কিছু সময় পর সেই নির্দেশ তুলে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জারি করা এক জরুরি বার্তায় বলা হয়, “কেমব্রিজ পুলিশ জানিয়েছে যে, এখন সাধারণ মানুষের নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। তাই শেল্টার-ইন-প্লেস নির্দেশনা তুলে নেওয়া হয়েছে। তবে সবাইকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কিছু দেখলে কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানানো হচ্ছে।”

কেমব্রিজ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিভাগের জনসংযোগ কর্মকর্তা সার্জেন্ট রবার্ট রিয়ার্ডন জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ব্যালিস্টিক প্রমাণ উদ্ধার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো আহত কোনো ব্যক্তিকে বা গুলির শিকার কাউকে চিহ্নিত করা যায়নি।

কেমব্রিজ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “ডেনহি পার্কের কাছে শেরম্যান স্ট্রিট এলাকায় গুলি চালানোর ঘটনার তদন্ত চলছে। ব্যালিস্টিক প্রমাণ উদ্ধার করা হয়েছে, তবে এই ঘটনার শিকার হয়েছেন, এমন কোনো ব্যক্তিকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে জননিরাপত্তায় কোনো ঝুঁকি নেই।”

প্রাথমিক সতর্কবার্তায় জানানো হয়েছিল, সন্দেহভাজন বন্দুকধারীকে সাইকেলে করে গার্ডেন স্ট্রিটের দিকে যেতে দেখা গিয়েছে, যা নর্থ কেমব্রিজ থেকে র‍্যাডক্লিফ কোয়াড ও হার্ভার্ড স্কোয়ার পর্যন্ত বিস্তৃত।

পুলিশ বর্তমানে ওই সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...

ওলা-উবেরকে টক্কর দিতে আসছে সরকারের ‘ভারত ট্যাক্সি’! দেশের প্রথম সমবায় ভিত্তিক ক্যাব পরিষেবা

ওলা ও উবেরের আধিপত্যে এবার চ্যালেঞ্জ সরকারের নতুন উদ্যোগ ‘ভারত ট্যাক্সি’। চালকরা পাবেন পূর্ণ আয়ের মালিকানা, আর যাত্রীরা পাবেন সরকার-পর্যবেক্ষিত নিরাপদ ও স্বচ্ছ ট্যাক্সি পরিষেবা।

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

আরও পড়ুন

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...

ট্রাম্পের দাবি: মোদী আশ্বাস দিয়েছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা কমাবে

খবর অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় দাবি করেছেন যে, ভারতের প্রধানমন্ত্রী...

রুশ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ ট্রাম্পের

খবর অনলাইন ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে ‘গুরুত্বপূর্ণ শান্তিপ্রক্রিয়ায় রাশিয়ার অংশগ্রহণে অনিচ্ছা’ দেখানোর অভিযোগে...