Homeবিজ্ঞানসুনীতা উইলিয়ামসরা মহাকাশ থেকে ফিরবেন কবে? এখনও নিশ্চিত নয় নাসা

সুনীতা উইলিয়ামসরা মহাকাশ থেকে ফিরবেন কবে? এখনও নিশ্চিত নয় নাসা

প্রকাশিত

নয়াদিল্লি: নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনই ঘরে ফিরছেন না দুই মহাকাশচারী, সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। কবে ফিরবেন তাঁরা সে ব্যাপারের এখনও নিশ্চিত করে কিছু জানায়নি নাসা। নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ জানিয়েছেন, স্টারলাইনারের মিশনের সময়কাল ৪৫ দিন থেকে ৯০ দিন পর্যন্ত বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

স্টারলাইনারের সাথে সংযুক্ত হেলিয়াম লিক এবং থ্রাস্টার আউটেজের সমস্যা হয়েছিল। তা সত্ত্বেও স্টারলাইনার নিরাপদে মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

শুক্রবার এক ব্রিফিংয়ে স্টিচ বলেন, “আমরা কেবল সময়সীমা দেখছি এবং ডেটা পর্যালোচনা করছি।” তিনি আরও বলেন, “আমরা তাড়াহুড়ো করতে চাই না।”

বোয়িং এবং নাসা নিউ মেক্সিকোতে গ্রাউন্ড টেস্ট চালানোর পরিকল্পনা করেছে। স্টারলাইনারের থ্রাস্টার কেন ব্যর্থ হয়েছে তা বোঝার চেষ্টা করা হচ্ছে।

বোয়িংয়ের কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট মার্ক ন্যাপ্পি জানান, “নিউ মেক্সিকোর পরীক্ষা সব উত্তর দিলে, আমরা শুধু অনডক করব এবং বাড়ি ফিরব।”

কয়েক দিন আগে রাশিয়ার একটি কৃত্রিম উপগ্রহ ‘রিসার্স’ বিস্ফোরিত হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছাকাছি। বিস্ফোরণের ফলে উপগ্রহের শ’য়ে শ’য়ে ভাঙা টুকরো মহাকাশ স্টেশনের চারপাশে ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে মহাকাশ স্টেশনের বাসিন্দা সুনীতা উইলিয়ামস এবং অন্য মহাকাশচারীদের কোনও ভয় না থাকলেও তাঁরা স্টেশনের বাইরে বেরিয়ে মিশনের কাজ করতে পারছেন না।

এই ধরনের মিশনে মহাকাশচারীদের অনেক সময় মহাকাশ স্টেশনের বাইরে বেরিয়ে কোনও যন্ত্রাংশ ঠিক করা এবং নানা রকম পরীক্ষানিরীক্ষা করার পরিকল্পনা থাকে, যা ‘স্পেস ওয়াক’ নামে পরিচিত। দুর্ঘটনাটি যেদিন ঘটে, সেদিন সুনীতা এবং অন্যদেরও স্পেস ওয়াক করার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার পর ঝুঁকি এড়াতে তাঁদের দ্রুত মহাকাশ স্টেশনে আশ্রয় নিতে হয়। তারপর থেকে তাঁরা আর এই ধরনের কোনও মিশনে বেরোতে পারেননি। শুধু তাই নয়, সুনীতাদের ফেরার পথেও নানা বিপদ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সুনীতাদের ঘরে ফেরা মুলতবি করেছে নাসা।

উইলিয়ামস এবং উইলমোর ইতিমধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অন্যান্য ক্রুদের সঙ্গে যুক্ত হয়ে রুটিন কাজ চালিয়ে যাচ্ছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”

এআই প্রযুক্তির সাহায্যে ফুসফুসের সমস্যায় ভোগা ৭১ বছরের রোগী প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

বেঙ্গালুরুতে ৭১ বছরের এক ফুসফুস রোগীর প্রাণ রক্ষা পেল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে। এআই নির্ভর থ্রি-ডি নেভিগেশনাল ইমেজিং সিস্টেমে জটিল ফুসফুস বায়োপসি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসকরা।

IRCTC আপডেট: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল আধার-ভেরিফায়েড যাত্রীরাই টিকিট বুকিং করতে পারবেন

IRCTC-র নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রিজার্ভ টিকিট বুক করতে পারবেন শুধুমাত্র আধার-অথেন্টিকেটেড যাত্রীরা। তৎকাল টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক।

দিল্লি ১০/১১ বিস্ফোরণ: সন্ত্রাসী হামলার আশঙ্কা, থাকতে পারে পুলওয়ামা যোগসূত্র  

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে এই বিস্ফোরণকে সন্ত্রাসী...

আরও পড়ুন

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...