Homeখবরবিদেশসিরিয়ায় 'বিদ্রোহীদের দখলে' রাজধানী, প্রেসিডেন্ট আসাদের আত্মগোপন, সুর নরম প্রধানমন্ত্রীর

সিরিয়ায় ‘বিদ্রোহীদের দখলে’ রাজধানী, প্রেসিডেন্ট আসাদের আত্মগোপন, সুর নরম প্রধানমন্ত্রীর

প্রকাশিত

সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ এক নতুন মোড় নিয়েছে। রবিবার সকালে রাজধানী দামাস্কাস বিদ্রোহীদের দখলে চলে গেছে। দেশের বিভিন্ন শহরের পর এবার রাজধানীতেও প্রবেশ করেছেন বিদ্রোহীরা। প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন বলে দাবি বিভিন্ন সংবাদমাধ্যমের। এমন পরিস্থিতিতে বিদ্রোহীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দিয়েছেন সিরিয়ার প্রধানমন্ত্রী মহম্মদ গাজি জালালি।

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দামাস্কাস

শনিবার রাত থেকেই দামাস্কাস ঘিরে ফেলার কাজ শুরু করে বিদ্রোহী গোষ্ঠীগুলি। রবিবার সকালে রাজধানীর একাধিক সরকারি ভবন দখল করে নেয় তারা। সেনাবাহিনী বিদ্রোহীদের আক্রমণের সামনে টিকতে না পেরে পিছু হটেছে।

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং জইশ আল-ইজ্জার যৌথবাহিনীর এই আগ্রাসনে আসাদ সরকারের পতন অনিবার্য বলে মনে করা হচ্ছে। সিরিয়ার সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, প্রেসিডেন্ট আসাদ একটি বিমানে উঠেছেন, তবে তাঁর গন্তব্য এখনও নিশ্চিত নয়।

প্রধানমন্ত্রীর বার্তা: শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর

এই পরিস্থিতিতে দেশজুড়ে উত্তেজনা ছড়ালেও প্রধানমন্ত্রী জালালি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। এক ভিডিয়োবার্তায় তিনি বলেন, ‘‘আমি আমার দেশ ছাড়ব না। আমি আমার বাড়িতে আছি এবং রোজকার মতো অফিসের কাজে যাব।’’ পাশাপাশি, সরকারি সম্পত্তি নষ্ট না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

১৩ বছরের গৃহযুদ্ধের ধারাবাহিকতা

সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধ এতদিনে সবচেয়ে বড় আকার ধারণ করেছে। গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলির বিরুদ্ধে আসাদের লড়াইয়ের সময় আন্তর্জাতিক মহলও এতে জড়িয়ে পড়ে। আমেরিকা ও নেটো বাহিনী কখনও বিদ্রোহীদের মদত দিয়েছে, আবার কখনও আইএস দমনে হামলা চালিয়েছে।

ভবিষ্যৎ অজানা

বর্তমানে রাজধানী দখল করলেও বিদ্রোহীরা কি সত্যিই সিরিয়ার শাসনভার নিতে সক্ষম হবে? প্রেসিডেন্ট আসাদ কি দেশ ছাড়ার পর ফিরে আসবেন? দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন একেবারেই অনিশ্চিত।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...