Homeপ্রযুক্তিইন্টারনেট আশীর্বাদ না অভিশাপ, প্রথম সংযোগ পেয়ে দিশাহারা আমাজন জঙ্গলের উপজাতিরা 

ইন্টারনেট আশীর্বাদ না অভিশাপ, প্রথম সংযোগ পেয়ে দিশাহারা আমাজন জঙ্গলের উপজাতিরা 

প্রকাশিত

আমাজনের ঘন জঙ্গলে, মারুবো উপজাতি ইন্টারনেটের সংযোগ পেয়েছে। ইলন মাস্কের স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট এই সংযোগ প্রদান করেছে। গত বছরের সেপ্টেম্বরে ব্রাজিলে পরিষেবাটি চালু হয়। তবে এই ইন্টারনেট সংযোগ উপজাতিদের কাছে আর্শীবাদ না অভিশাপ হয়ে এসেছে, তা নিয়েই ধন্দে পড়েছেন তারা। 

৭৩ বছর বয়সী টসাইনামা মারুবো নিউইয়র্ক টাইমসকে বলেন, “যখন এটি এল, সবাই খুশি হয়েছিল।” ইন্টারনেটের মাধ্যমে ভিডিও চ্যাট ও জরুরি সাহায্য পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, “কিন্তু এখন, পরিস্থিতি খারাপ হয়ে গেছে।”

তরুণরা ইন্টারনেটের কারণে অলস হয়ে পড়ছে। তারা শ্বেতাঙ্গদের আদব-কায়দা এবং তাদের জীবন ধারণের পথ শেখার চেষ্টা করছে। তবে টসাইনামার আবেদন, “কিন্তু দয়া করে আমাদের ইন্টারনেট কেড়ে নেবেন না।”

উপজাতির কাছে এখন প্রধান দ্বন্দ্ব – ইন্টারনেটের ব্যবহার এবং এর প্রভাব। তরুণরা এখন তাদের ফোনে আসক্ত। তারা বন্ধুদের সঙ্গে চ্যাট করছে, স্ক্রিনে আটকে আছে এবং পর্নোগ্রাফি ও ভুল তথ্য দেখছে।

মারুবো গ্রামের সংঘের নেতা আলফ্রেডো মারুবো ইন্টারনেটের সংযোগ চালুর সমালোচনা করেছেন। তিনি পর্নোগ্রাফি নিয়ে উদ্বিগ্ন। যুবকরা গ্রুপ চ্যাটে স্পষ্ট ভিডিও শেয়ার করছে। তিনি বলেন, “আমরা উদ্বিগ্ন, যুবকরা যে ভাবে ইন্টারনেটের ব্যবহার করছে, তা দেখে।”

কিছু নেতা ইতিমধ্যেই যুবকদের মধ্যে আক্রমণাত্মক যৌন আচরণ লক্ষ্য করেছেন। কিছু পিতা-মাতা খুশি যে তাদের সন্তানরা শিক্ষা পাচ্ছে, তবে তাদের উদ্বেগ ইন্টারনেটের ক্ষতিকর দিকগুলি নিয়ে।

অ্যান্টেনাগুলি আমেরিকান উদ্যোক্তা এলিসন রেনিও প্রদান করেছেন। ইন্টারনেট জরুরি সময়ে দ্রুত যোগাযোগে সাহায্য করছে। এটি সম্ভাব্য মারাত্মক সাপের কামড়ের ক্ষেত্রে রোগীর দ্রুত চিকিৎসা ব্যবস্থা করতেও গুরুত্বপূর্ণ হয়েছে।

উপজাতির এক সদস্য বলেন, “ইন্টারনেট ইতিমধ্যে জীবন বাঁচিয়েছে।” আরেক সদস্য বলেন, “ইন্টারনেট আমাদের জনগণকে নতুন স্বাধীনতা দিতে পারে। আমরা নিজেদেরকে জানাতে এবং নিজেদের গল্প বলতে পারি।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”

এআই প্রযুক্তির সাহায্যে ফুসফুসের সমস্যায় ভোগা ৭১ বছরের রোগী প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

বেঙ্গালুরুতে ৭১ বছরের এক ফুসফুস রোগীর প্রাণ রক্ষা পেল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে। এআই নির্ভর থ্রি-ডি নেভিগেশনাল ইমেজিং সিস্টেমে জটিল ফুসফুস বায়োপসি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসকরা।

IRCTC আপডেট: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল আধার-ভেরিফায়েড যাত্রীরাই টিকিট বুকিং করতে পারবেন

IRCTC-র নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রিজার্ভ টিকিট বুক করতে পারবেন শুধুমাত্র আধার-অথেন্টিকেটেড যাত্রীরা। তৎকাল টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক।

দিল্লি ১০/১১ বিস্ফোরণ: সন্ত্রাসী হামলার আশঙ্কা, থাকতে পারে পুলওয়ামা যোগসূত্র  

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে এই বিস্ফোরণকে সন্ত্রাসী...

আরও পড়ুন

এআই প্রযুক্তির সাহায্যে ফুসফুসের সমস্যায় ভোগা ৭১ বছরের রোগী প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

বেঙ্গালুরুতে ৭১ বছরের এক ফুসফুস রোগীর প্রাণ রক্ষা পেল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে। এআই নির্ভর থ্রি-ডি নেভিগেশনাল ইমেজিং সিস্টেমে জটিল ফুসফুস বায়োপসি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসকরা।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

যেতে হবে না আধার সেবা কেন্দ্রে, অ্যাপ ব্যবহার করেই করা যাবে আপডেট, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেও ‘আধার ডেটা ভল্ট’

এবার ঘরে বসেই আধার কার্ডের আপডেট হবে নতুন ই-আধার মোবাইল অ্যাপের মাধ্যমে। একইসঙ্গে UIDAI চালু করেছে ‘আধার ডেটা ভল্ট’ — যা আধার সংক্রান্ত ব্যক্তিগত তথ্যকে আরও সুরক্ষিত রাখবে এনক্রিপশন প্রযুক্তিতে।