Homeখবরবিদেশভারতের ঘাড়ে ২৬% 'পারস্পরিক শুল্ক' চাপালেন ট্রাম্প, কতটা প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে

ভারতের ঘাড়ে ২৬% ‘পারস্পরিক শুল্ক’ চাপালেন ট্রাম্প, কতটা প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে

প্রকাশিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘লিবারেশন ডে’ উপলক্ষে ঘোষণা করেছেন ব্যাপক রেসিপ্রোকাল ট্যারিফের (পারস্পরিক শুল্ক) পরিকল্পনা। তাঁর দাবি, দীর্ঘ ৫০ বছর ধরে বিদেশি দেশগুলি আমেরিকার সম্পদ লুট করেছে। এই নতুন পদক্ষেপে বিভিন্ন দেশের ওপর শুল্ক বাড়ানো হবে।

হোয়াইট হাউসে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, “এপ্রিল ২, ২০২৫, হবে সেই দিন যখন আমেরিকার শিল্প পুনর্জন্ম লাভ করবে। বহু বছর ধরে বিদেশি দেশগুলি আমাদের দেশকে লুট করেছে, কিন্তু আর তা চলবে না।”

ভারতের ওপর ২৬% শুল্ক

ভারতের ওপর ২৬ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ চাপানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার অভিযোগ, ভারত আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে ৫২ শতাংশ শুল্ক ধার্য করে, যেখানে আমেরিকা ভারতীয় পণ্যের ওপর প্রায় কোনও শুল্কই চাপায়নি।

মোট ২৫টি দেশের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। তারমধ্যে উল্লেখযোগ্য দেশগুলির শুল্কের হার:

  • চীন: ৩৪%
  • ইউরোপীয় ইউনিয়ন: ২০%
  • দক্ষিণ কোরিয়া: ২৫%
  • ভিয়েতনাম: ৪৬%
  • জাপান: ২৪%
  • থাইল্যান্ড: ৩৬%
  • বাংলাদেশ: ৩৭%
  • শ্রীলঙ্কা: ৪৪%
  • পাকিস্তান: ২৯%

ভারতের রপ্তানিতে প্রভাব

বিশ্লেষক সংস্থা সিটি রিসার্চের মতে, ট্রাম্পের এই শুল্ক বৃদ্ধির ফলে ভারতের বছরে প্রায় ৭ বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে। রপ্তানি পণ্যের মধ্যে রাসায়নিক, ধাতব পণ্য এবং অলঙ্কার শিল্প সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে।

২০২৪ সালে আমেরিকায় ভারতের মোট পণ্য রপ্তানি ছিল প্রায় ৭৪ বিলিয়ন ডলার। এর মধ্যে মুক্তো, রত্ন এবং অলঙ্কারের পরিমাণ ছিল ৮.৫ বিলিয়ন ডলার, ফার্মাসিউটিক্যালস ৮ বিলিয়ন ডলার এবং পেট্রোকেমিক্যাল প্রায় ৪ বিলিয়ন ডলার।

তবে, ভারতের অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, শুল্ক বৃদ্ধি সত্ত্বেও আমেরিকায় রপ্তানিতে তেমন বড় প্রভাব পড়বে না। ভারত ইতিমধ্যেই নতুন বাজারের সন্ধান করছে এবং মূল্য সংযোজনের ওপর জোর দিচ্ছে।

অন্যদিকে, SBI রিসার্চের মতে, ট্রাম্পের ঘোষণার ফলে ভারতের রপ্তানিতে ৩ থেকে ৩.৫ শতাংশ হ্রাস পেতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

আরও পড়ুন

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।