জানুয়ারিতে শপথ নেওয়ার আগেই কড়া বার্তা দিলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, BRICS দেশগুলি যদি মার্কিন ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রা আন্তর্জাতিক লেনদেনে ব্যবহার করার চেষ্টা করে, তাহলে তাদের পণ্যে ১০০% শুল্ক বসানো হবে। বিশেষত ভারত, চীন, রাশিয়ার মতো দেশগুলিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গত অক্টোবর মাসে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত BRICS সম্মেলনে স্থানীয় মুদ্রা ব্যবহার এবং ডলারের বিকল্প নিয়ে আলোচনা হয়েছিল। সেই প্রসঙ্গেই এবার আক্রমণ শানালেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “BRICS দেশগুলি যদি ডলার ছেড়ে অন্য মুদ্রা আনার চেষ্টা করে, তাহলে তাদের জন্য মার্কিন বাজারের দরজা বন্ধ হবে। অন্য ‘শোষণকারী’ খুঁজে বের করুক তারা।”
BRICS-এর ভূমিকা
BRICS গোষ্ঠীর দেশগুলির মধ্যে বাণিজ্য সহজতর করতে স্থানীয় মুদ্রার ব্যবহার এবং নতুন ক্রস-বর্ডার পেমেন্ট সিস্টেম গড়ার চেষ্টা চলছে। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, SWIFT-এর মতো কোনো বিকল্প এখনো কার্যকর হয়নি।
ভারতের অবস্থান
তবে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আগেই জানিয়েছেন, ভারত ডলার ছেড়ে দেওয়ার পথে হাঁটছে না। শুধুমাত্র নির্দিষ্ট বাণিজ্যিক চ্যালেঞ্জের ক্ষেত্রে ডলারের বিকল্প ব্যবস্থা নেওয়া হয়।
ট্রাম্পের এই কড়া অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। BRICS দেশগুলি কীভাবে এই হুমকির জবাব দেয়, সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের।