মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুদ্বারে চলল গুলির লড়াই। রবিবার স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ আচমকাই গুলির শব্দ শোনা যায় ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো গুরুদ্বারে। গুলিতে গুরুতর আহত হন দুই ব্যক্তি। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলেই স্থানীয় প্রশাসন সূত্রে খবর। তাদের দাবি, ব্যক্তিগত বিবাদের জেরেই এই গুলি লড়াই।
স্যাক্রামেন্টো কাউন্টির শেরিফের মুখপাত্র অমর গান্ধী বলেন, ‘এই ঘটনার সঙ্গে দাঙ্গা বা সন্ত্রাসের কোনও যোগ নেই। গুরুদ্বারেই তিনজনের মধ্যে বচসা শুরু হয়। সেখান থেকেই তারা একে অপরকে লক্ষ্য করে গুলি চলায়। তারা তিনজনেই পরস্পরের পরিচিত বলে পুলিশ জানিয়েছে। গুলি চালানোর পরে বন্ধুকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেই পালিয়ে যান ওই প্রথম ব্যক্তি। অমর গান্ধীর বলেন, ”এই ঘটনায় অভিযুক্তরা সকলেই একে অপরের পরিচিত বলেই মনে হচ্ছে। দীর্ঘদিনের কোনও ঝামেলার জেরেই এই হামলা হয়েছে।”
The US | "Two people shot at a Gurudwara in Sacramento County, California. The shooting is not related to a hate crime, it is a shootout between two men who knew each other," says Sacramento County Sheriff’s Office. pic.twitter.com/zKWY58yWOY
— ANI (@ANI) March 27, 2023
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পলাতক অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আহত দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। প্রশাসনের জানিয়েছে, দুই জনের অবস্থা অত্যন্ত সংকটজনক।
Two people shot at a Gurudwara in Sacramento County, California. Both of the victims are in critical condition. The shooting is not related to a hate crime, it is a shootout between two men who knew each other: Sacramento County Sheriff’s Office pic.twitter.com/k8CI5wfKvM
— Siddhant Anand (@JournoSiddhant) March 27, 2023
খবর অনলাইনে আরও পড়ুন
১০০ দিনের কাজে মজুরি বাড়াল কেন্দ্র, তবে বাংলার জন্য বরাদ্দ শূন্য