Homeখবরবিদেশনিউ অরলিন্স হামলাকারী প্রাক্তন মার্কিন সেনা, গাড়িতে আইএসের পতাকা

নিউ অরলিন্স হামলাকারী প্রাক্তন মার্কিন সেনা, গাড়িতে আইএসের পতাকা

প্রকাশিত

নতুন বছরের প্রথম দিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরে ঘটে ভয়াবহ দুষ্কৃতী হামলা। এ ঘটনায় ১৫ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। হামলাকারীর নাম শামসুদ-দিন জব্বর, যিনি একজন প্রাক্তন মার্কিন সেনা।

তদন্তে জানা গেছে, জব্বর ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর নিয়মিত সদস্য ছিলেন। পরে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত অতিরিক্ত সদস্য হিসেবে কাজ করেছেন। পুলিশ জানায়, হামলার পর পালিয়ে যাওয়ার সময় জব্বর পুলিশের ওপর গুলি চালান। পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়।

গোয়েন্দা সংস্থা এফবিআই জানায়, জব্বর যে গাড়ি ব্যবহার করেছিলেন, সেখান থেকে ইসলামিক স্টেটস (আইএস)-এর পতাকা, বন্দুক এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। এ ঘটনায় আইএসের যোগ থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।

হামলার আগে জব্বর একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে তিনি বলেন যে, আইএসের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তবে তদন্তকারীরা মনে করছেন, এই হামলার নেপথ্যে আরও অনেকে জড়িত থাকতে পারে।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “মানবতার বিরুদ্ধে এমন অপরাধ মেনে নেওয়া যায় না।” আততায়ীর সঙ্গীদের ধরতে তদন্ত চলছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...