ওয়াশিংটন যে কোনও মুহূর্তে ফেডারেল সরকারের শাটডাউনের মুখে। স্থানীয় সময় বুধবার ভোর ১২:০১ থেকে শাটডাউন কার্যকর হয়েছে।
কী প্রস্তাব দিয়েছে রিপাবলিকানরা?
রিপাবলিকানরা সরকারের ব্যয় মেটাতে ২১ নভেম্বর পর্যন্ত একটি স্বল্পমেয়াদি তহবিল পরিকল্পনার প্রস্তাব দিয়েছে।
ডেমোক্র্যাটদের আপত্তি কোথায়?
ডেমোক্র্যাটদের দাবি—এই পরিকল্পনায় স্বাস্থ্য খাতকেও অন্তর্ভুক্ত করতে হবে। বিশেষত, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত মেডিকেয়ার কাটছাঁট বাতিল এবং ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর আওতায় দেওয়া করছাড়ের মেয়াদ বাড়ানোর দাবি তুলেছেন তাঁরা। রিপাবলিকানরা এই শর্ত মানতে নারাজ।
শাটডাউন হলে কী হয়?
- ফেডারেল এজেন্সিগুলি কাজ বন্ধ করবে এবং “অ-প্রয়োজনীয়” কর্মীদের বিনা বেতনে ছুটি দেওয়া হবে।
- কেবলমাত্র জীবন ও সম্পত্তি রক্ষাকারী কর্মীরা (যেমন FBI, CIA, আর্মি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, TSA) কাজ চালিয়ে যাবেন, তবে বেতন পাবেন না সরকার পুনরায় খোলার আগে।
- সামাজিক নিরাপত্তা (Social Security), মেডিকেয়ার এবং ভেটেরান্স হাসপাতালের মতো বাধ্যতামূলক অর্থায়নকৃত পরিষেবা চলতে থাকবে।
- মার্কিন ডাক পরিষেবা (US Postal Service) প্রভাবিত হবে না, কারণ এটি কর নয়, নিজস্ব রাজস্ব থেকে চালিত হয়।
ইতিহাসে নজর:
- ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে তিনবার শাটডাউন হয়েছিল। সবচেয়ে দীর্ঘ শাটডাউন চলে ৩৬ দিন (ডিসেম্বর ২০১৮–জানুয়ারি ২০১৯), যা মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের অর্থায়ন নিয়ে অচলাবস্থার ফলে হয়েছিল। এতে মার্কিন অর্থনীতির প্রায় ১১ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল, যার মধ্যে ৩ বিলিয়ন আর কখনও ফিরে পাওয়া যায়নি।
- ১৯৮০-র দশকে প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের আমলেও আটবার শাটডাউন হয়েছিল, যদিও সেগুলি ছিল অপেক্ষাকৃত স্বল্পমেয়াদি।
কংগ্রেসে কোনও আপষ হয়নি। তাই বুধবার থেকে আবারও ফেডারেল সরকার বন্ধ হয়েছে।
কেন এ বার গুরুত্বপূর্ণ
প্রথাগতভাবে মার্কিন সরকারের শাটডাউন শেষ হলে কর্মীরা কাজে ফেরেন এবং এজেন্সিগুলিও আগের মতো কার্যক্রম শুরু করে। তবে এবার পরিস্থিতি আলাদা। ট্রাম্প প্রশাসনের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে “রিডাকশন-ইন-ফোর্স” নোটিস প্রস্তুত করতে—অর্থাৎ, প্রেসিডেন্টের অগ্রাধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কর্মসূচিগুলিতে স্থায়ীভাবে কর্মী ছাঁটাই করা হতে পারে।
হোয়াইট হাউস ইতিমধ্যেই সরকারি খাতে বড়সড় কাটছাঁট করেছে, যার দেখভাল করছে নতুন গঠিত “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি”। কর্মকর্তাদের মতে, এবারকার শাটডাউনকে কাজে লাগিয়ে এই ছাঁটাই প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা হতে পারে। ফলে সাময়িক ফার্লোর বাইরে গিয়ে স্থায়ীভাবে ফেডারেল কর্মীবাহিনী সংকোচনের আশঙ্কা তৈরি হয়েছে।