Homeখবরবিদেশট্রাম্পের দাবি: মোদী আশ্বাস দিয়েছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা কমাবে

ট্রাম্পের দাবি: মোদী আশ্বাস দিয়েছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা কমাবে

হোয়াইট হাউসের দিওয়ালি অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমাবে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন কোনও কথোপকথনের বিষয়ে তারা অবগত নয়।

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় দাবি করেছেন যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমাবে।

দিওয়ালি উৎসব উপলক্ষে মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি। আমাদের খুব ভালো সম্পর্ক। তিনি বলেছেন, ভারত রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবে না। তিনিও যেমন চান, আমিও তেমনই চাই – এই যুদ্ধের (রাশিয়া-ইউক্রেন) অবসান হোক।”

ট্রাম্প আরও বলেন, “তিনি (মোদী) চেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান হোক। আপনারা জানেন, তারা খুব বেশি তেল কিনছে না। ভারত ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই কমিয়েছে এবং তারা আরও কমাতে চলেছে।”

তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি সম্পর্কে কোনও সরকারি প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। গত সপ্তাহে ট্রাম্পের একই রকম দাবি প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, “দুই নেতার মধ্যে এমন কোনো কথোপকথন হয়েছে বলে আমার জানা নেই।”

এই মন্তব্যের জবাবে ট্রাম্প বলেন, “তারা যদি এটা অস্বীকার করতে চায়, তা হলে তারা বিশাল শুল্ক দিতে থাকবে, কিন্তু তারা তো তা দিতে চায় না।”

বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার অর্ধেকই রাশিয়া থেকে তেল কেনার জন্য ‘শাস্তিমূলক’ ব্যবস্থা হিসেবে বসানো হয়েছে বলে ট্রাম্পের দাবি।

ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে এই ইস্যু নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে, বিশেষত যখন রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যকে ভারত নিজেদের জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত বলে দাবি করে আসছে।

আরও পড়ুন

রুশ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ ট্রাম্পের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: প্রতিকা ও স্মৃতির শতরানের সুবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারে ভারত   

ভারত: ৩৪০-৩ (প্রতিকা রাওয়াল ১২২, স্মৃতি মন্ধানা ১০৯, জেমিমা রড্রিগুয়েজ ৭৬ অপরাজিত, সুজি বেটস...

‘ভারতের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সম্মানের ভিত্তিতে’— যুক্তরাষ্ট্র সফরে বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র সফরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যদি তাঁরা দেশ পরিচালনার সুযোগ পান, তবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ও জাতিগত ঐক্যের বিষয়েও স্পষ্ট অবস্থান জানান তিনি।

কোকরাঝারে ভয়াবহ বিস্ফোরণ, অল্পের জন্য বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল মালগাড়ি

অরূপ চক্রবর্তী গুয়াহাটি: এক ভয়ংকর দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল কোকরাঝার। বুধবার গভীর রাতে...

কোচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্যকে সরাল নবান্ন! দীপাবলির রাতে ‘লাঠিপেটা’-র অভিযোগ ঘিরে বিতর্কই কি কারণ?

দীপাবলির রাতে শব্দবাজি বন্ধ করতে গিয়ে মহিলা ও শিশুকে মারধরের অভিযোগ ওঠে কোচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে। বিতর্কের জেরে তাঁকে সরিয়ে দেওয়া হল। নতুন এসপি হলেন সন্দীপ কাররা। নবান্ন জানিয়েছে এটি রুটিন বদলি, তবে ঘটনার সঙ্গে যোগ অস্বীকার করা যায় না বলেই মত অনেকের।

আরও পড়ুন

রুশ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ ট্রাম্পের

খবর অনলাইন ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে ‘গুরুত্বপূর্ণ শান্তিপ্রক্রিয়ায় রাশিয়ার অংশগ্রহণে অনিচ্ছা’ দেখানোর অভিযোগে...

ASEAN শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না নরেন্দ্র মোদী, যোগ দেবেন ভার্চুয়ালি, ট্রাম্পকে এড়াতেই এমন সিদ্ধান্ত! বলছে কংগ্রেস

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন না, বরং দীপাবলির কারণে ভার্চুয়ালি যোগ দেবেন। এ নিয়ে কংগ্রেসের কটাক্ষও এসেছে।

এইচ-১বি ভিসার ১ লক্ষ ডলারের ফি থেকে ছাড়, ভারতীয়দের বড়ো স্বস্তি

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার জন্য আবেদন করার সময় ১ লক্ষ ডলার ফি দেওয়ার...