খবর অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় দাবি করেছেন যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমাবে।
দিওয়ালি উৎসব উপলক্ষে মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি। আমাদের খুব ভালো সম্পর্ক। তিনি বলেছেন, ভারত রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবে না। তিনিও যেমন চান, আমিও তেমনই চাই – এই যুদ্ধের (রাশিয়া-ইউক্রেন) অবসান হোক।”
ট্রাম্প আরও বলেন, “তিনি (মোদী) চেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান হোক। আপনারা জানেন, তারা খুব বেশি তেল কিনছে না। ভারত ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই কমিয়েছে এবং তারা আরও কমাতে চলেছে।”
তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি সম্পর্কে কোনও সরকারি প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। গত সপ্তাহে ট্রাম্পের একই রকম দাবি প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, “দুই নেতার মধ্যে এমন কোনো কথোপকথন হয়েছে বলে আমার জানা নেই।”
এই মন্তব্যের জবাবে ট্রাম্প বলেন, “তারা যদি এটা অস্বীকার করতে চায়, তা হলে তারা বিশাল শুল্ক দিতে থাকবে, কিন্তু তারা তো তা দিতে চায় না।”
বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার অর্ধেকই রাশিয়া থেকে তেল কেনার জন্য ‘শাস্তিমূলক’ ব্যবস্থা হিসেবে বসানো হয়েছে বলে ট্রাম্পের দাবি।
ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে এই ইস্যু নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে, বিশেষত যখন রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যকে ভারত নিজেদের জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত বলে দাবি করে আসছে।
রুশ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ ট্রাম্পের