Home খবর বিদেশ রুশ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ ট্রাম্পের

রুশ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ ট্রাম্পের

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার অনিচ্ছার কারণে সে দেশের দুই বৃহৎ তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েলের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি রাশিয়ার বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা।

ফাইল ছবি।

খবর অনলাইন ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে ‘গুরুত্বপূর্ণ শান্তিপ্রক্রিয়ায় রাশিয়ার অংশগ্রহণে অনিচ্ছা’ দেখানোর অভিযোগে সে দেশের দুটি প্রধান তেল কোম্পানি উপর নিষেধাজ্ঞা ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে তাঁর ‘ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের অঙ্গীকারের অংশ’ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের একটি বিবৃতি ভাগ করে নেন। সেই বিবৃতির শিরোনাম ছিল — ‘ট্রেজারি রাশিয়ার প্রধান তেল কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, মস্কোকে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হতে আহ্বান জানাচ্ছে’।

দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্টপদে বসে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এই প্রথম রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপালেন।

এর আগে বুধবারই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যাতে যুদ্ধ বন্ধ করে তার জন্য চতুর্থ বছরে ইইউ-এর এটি ১৯তম নিষেধাজ্ঞা। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, এই নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জারি করা নিষেধাজ্ঞার আওতায় এসেছে রাশিয়ার দুই বৃহৎ তেল কোম্পানি — রসনেফট (Rosneft) এবং লুকঅয়েল (Lukoil)।

মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে এই অর্থহীন যুদ্ধ কিছুতেই বন্ধ করতে চাইছেন না। তাই ট্রেজারি রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় আনছে, যারা ক্রেমলিনের যুদ্ধযন্ত্রে অর্থ জোগায়। আর-একটি যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রচেষ্টা চালাচ্ছেন তাকে সমর্থন জানাতে প্রয়োজনে আমরা আরও পদক্ষেপ করতে প্রস্তুত। আমরা আমাদের মিত্রদেরও এই নিষেধাজ্ঞায় যোগ দিতে আহ্বান জানাই।”

আরও পড়ুন

ASEAN শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না নরেন্দ্র মোদী, যোগ দেবেন ভার্চুয়ালি, ট্রাম্পকে এড়াতেই এমন সিদ্ধান্ত! বলছে কংগ্রেস

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version