Homeখবরবিদেশলেউইস্টন গণহত্যা: মার্কিন বন্দুকবাজকে পাওয়া গেল মৃত অবস্থায়

লেউইস্টন গণহত্যা: মার্কিন বন্দুকবাজকে পাওয়া গেল মৃত অবস্থায়

প্রকাশিত

লেউইস্টন (মার্কিন যুক্তরাষ্ট্র): দু’ দিন ধরে তন্ন তন্ন করে খোঁজার পর লেউইস্টন শহরের বন্দুকবাজ গণহত্যাকারীকে দু’ দিন পর মৃত অবস্থায় পাওয়া গেল। দেখে মনে হচ্ছে, বন্দুকবাজ নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এই খবর দিয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষের কাছ থেকে এখনও বিস্তারিত কিছু পাওয়া যায়নি। তবে স্থানীয় সময় রাত ১০টায় মাইনে প্রদেশের প্রশাসনিক কর্তৃপক্ষ একটি সাংবাদিক সম্মেলন ডাকে। লেউইস্টন শহর ঘিরে যে লকডাউন শুরু হয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে।

নিউজ চ্যানেল সিএনএন জানিয়েছে, লেউইস্টন শহরের গণহত্যার পর সন্দেহভাজন বন্দুকবাজ রবার্ট কার্ডকে দু’ দিন ধরে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত শহর থেকে ৮ মাইল দূরে একটি জঙ্গলের মধ্যে তাঁর মৃতদেহ পাওয়া যায়। কাছেই কার্ডের গাড়িটিও মেলে।  

সিএনএন আরও জানায়, একটা রিসাইক্লিং সেন্টারের কাছে তাঁর মৃতদেহ মেলে। এই রিসাইক্লিং সেন্টারের কাজ থেকে সম্প্রতি তিনি ছাঁটাই হয়েছিলেন। বিভিন্ন সূত্রের উল্লেখ করে সিএনএন এবং এবিসি উভয়েই জানিয়েছে, দেখে মনে হচ্ছে, নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন কার্ড।

গত বুধবার রাতে কার্ডের বন্দুক-হামলায় ১৮ জন প্রাণ হারান। এ ছাড়াও ওই রক্তাক্ত হামলায় ১৩ জন গুরুতর ভাবে জখম হন। কর্তৃপক্ষ নিহতদের শনাক্ত করতে সমর্থ হয়েছে। এঁদের মধ্যে সত্তরোর্ধ্ব দম্পতি থেকে শুরু করে ১৪ বছরের পুত্র-সহ বাবাও আছেন।

রবার্ট কার্ড মার্কিন সেনাদলের রিজার্ভ বাহিনীতে ছিলেন। কোনো দিন সক্রিয় সৈন্য হিসাবে কাজ করেননি। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কিছু দিন আগে তাঁকে মানসিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।

আরও পড়ুন

গাজায় আরও ভয়ঙ্কর ইজরায়েলি অভিযান, বিচ্ছিন্ন ফোন, ইন্টারনেট সংযোগ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...