Homeখবরবিদেশইরানে আমেরিকার হামলা, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী! বিশ্বজুড়ে তেল-সংকটের আশঙ্কা, চিন্তায়...

ইরানে আমেরিকার হামলা, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী! বিশ্বজুড়ে তেল-সংকটের আশঙ্কা, চিন্তায় ভারত

প্রকাশিত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা এক ধাক্কায় যুদ্ধে রূপ নিল। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে আমেরিকার বিমান হামলার পর এবার হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল তেহরান। এই ঘটনার জেরে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে ভারতের উপর।

জানা গিয়েছে, ফোর্দো, নাটান্‌জ ও এসফাহান— ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকান যুদ্ধবিমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে “একটি চমৎকার সামরিক সাফল্য” বলে আখ্যা দিয়েছেন এবং জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।

এর পরই ইরানের আইআরজিসি নেভির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা তাংসিরি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “হরমুজ প্রণালী কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ করে দেওয়া হবে।”

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল-পরিবহণ পথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রফতানি হয়— যা বিশ্বজুড়ে দৈনিক ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ। প্রণালীটি বন্ধ হয়ে গেলে সৌদি আরব, ইরাক, কুয়েত ও ইউএই-এর তেল রফতানি কার্যত বন্ধ হয়ে যাবে।

এই পরিস্থিতিতে ব্রেন্ট ক্রুডের দাম ইতিমধ্যেই ৯০ ডলার পেরিয়েছে, ডব্লিউটিআই পৌঁছেছে ৮৭ ডলারে। বিশ্লেষকরা সতর্ক করছেন, prolonged সংকট তৈরি হলে তেলের দাম ১২০–১৫০ ডলারে পৌঁছতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে গভীর সঙ্কটে ফেলবে।

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতও চরমভাবে প্রভাবিত হবে। কারণ, ভারতের প্রায় ৯০% অপরিশোধিত তেল আমদানির উপর নির্ভরশীল এবং তার মধ্যে ৪০%-এর বেশি তেল হরমুজ প্রণালী পেরিয়ে আসে। এই পথে কোনো বিঘ্ন ঘটলে ভারতীয় পরিশোধনাগারগুলির কাজ ব্যাহত হবে, বাড়বে মুদ্রাস্ফীতি, চাপ পড়বে বাণিজ্য ঘাটতিতে এবং টাকার মূল্য পড়ে যেতে পারে।

সরকারের ৭৪ দিনের তেল-মজুত থাকলেও সেটা দীর্ঘমেয়াদে যথেষ্ট নাও হতে পারে। এই পরিস্থিতিতে সরকারি স্তরে জরুরি পরিকল্পনার কথা ভাবা হচ্ছে বলে সূত্রের খবর।

বিশ্বের আর্থিক বাজার ইতিমধ্যেই চরম অনিশ্চয়তার মুখে। জ্বালানি ব্যয় বেড়ে গেলে উৎপাদন খরচ বাড়বে, জাহাজ চলাচল ব্যাহত হবে, বিমা সংস্থাগুলি যুদ্ধজনিত ঝুঁকি প্রিমিয়াম বাড়াবে। অর্থনীতিবিদদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতির বৃদ্ধি ১-২% কমে যেতে পারে এবং বিশ্বমন্দার আশঙ্কা তৈরি হতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

লীলা মজুমদারের গল্পের জগৎ মণ্ডপে, কাশী বোস লেনের এবছরের থিম ‘পাকদণ্ডী’

উত্তর কলকাতার কাশী বোস লেনের এবছরের দুর্গাপুজোর থিম ‘পাকদণ্ডী’। বাঙালির প্রিয় সাহিত্যিক লীলা মজুমদারের গল্প ও চরিত্ররাই ফুটে উঠবে মণ্ডপে।

মহালয়ার সকালে কলকাতায় শুটআউট, চারু মার্কেটের জিমে দুষ্কৃতীদের গুলি চালনা

মহালয়ার সকালে চারু মার্কেট এলাকায় এক জিমে ঢুকে দু’জন দুষ্কৃতী গুলি চালায়। জিম মালিককে লক্ষ্য করে হামলা হলেও কেউ আহত হননি। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন

H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়ম: কী বলল ভারত, প্রভাব কোথায় পড়বে?

আমেরিকার নতুন H1-B ভিসা নিয়ম নিয়ে ভারতের প্রতিক্রিয়া কী, এর প্রভাব পড়বে কোন খাতে, আর পরিবারগুলির জন্য কী জটিলতা তৈরি হতে পারে—জানুন বিস্তারিত এক্সপ্লেইনার রিপোর্টে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...