Homeখবরবিদেশইরানে আমেরিকার হামলা, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী! বিশ্বজুড়ে তেল-সংকটের আশঙ্কা, চিন্তায়...

ইরানে আমেরিকার হামলা, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী! বিশ্বজুড়ে তেল-সংকটের আশঙ্কা, চিন্তায় ভারত

প্রকাশিত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা এক ধাক্কায় যুদ্ধে রূপ নিল। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে আমেরিকার বিমান হামলার পর এবার হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল তেহরান। এই ঘটনার জেরে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে ভারতের উপর।

জানা গিয়েছে, ফোর্দো, নাটান্‌জ ও এসফাহান— ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকান যুদ্ধবিমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে “একটি চমৎকার সামরিক সাফল্য” বলে আখ্যা দিয়েছেন এবং জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।

এর পরই ইরানের আইআরজিসি নেভির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা তাংসিরি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “হরমুজ প্রণালী কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ করে দেওয়া হবে।”

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল-পরিবহণ পথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রফতানি হয়— যা বিশ্বজুড়ে দৈনিক ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ। প্রণালীটি বন্ধ হয়ে গেলে সৌদি আরব, ইরাক, কুয়েত ও ইউএই-এর তেল রফতানি কার্যত বন্ধ হয়ে যাবে।

এই পরিস্থিতিতে ব্রেন্ট ক্রুডের দাম ইতিমধ্যেই ৯০ ডলার পেরিয়েছে, ডব্লিউটিআই পৌঁছেছে ৮৭ ডলারে। বিশ্লেষকরা সতর্ক করছেন, prolonged সংকট তৈরি হলে তেলের দাম ১২০–১৫০ ডলারে পৌঁছতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে গভীর সঙ্কটে ফেলবে।

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতও চরমভাবে প্রভাবিত হবে। কারণ, ভারতের প্রায় ৯০% অপরিশোধিত তেল আমদানির উপর নির্ভরশীল এবং তার মধ্যে ৪০%-এর বেশি তেল হরমুজ প্রণালী পেরিয়ে আসে। এই পথে কোনো বিঘ্ন ঘটলে ভারতীয় পরিশোধনাগারগুলির কাজ ব্যাহত হবে, বাড়বে মুদ্রাস্ফীতি, চাপ পড়বে বাণিজ্য ঘাটতিতে এবং টাকার মূল্য পড়ে যেতে পারে।

সরকারের ৭৪ দিনের তেল-মজুত থাকলেও সেটা দীর্ঘমেয়াদে যথেষ্ট নাও হতে পারে। এই পরিস্থিতিতে সরকারি স্তরে জরুরি পরিকল্পনার কথা ভাবা হচ্ছে বলে সূত্রের খবর।

বিশ্বের আর্থিক বাজার ইতিমধ্যেই চরম অনিশ্চয়তার মুখে। জ্বালানি ব্যয় বেড়ে গেলে উৎপাদন খরচ বাড়বে, জাহাজ চলাচল ব্যাহত হবে, বিমা সংস্থাগুলি যুদ্ধজনিত ঝুঁকি প্রিমিয়াম বাড়াবে। অর্থনীতিবিদদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতির বৃদ্ধি ১-২% কমে যেতে পারে এবং বিশ্বমন্দার আশঙ্কা তৈরি হতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

আরও পড়ুন

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।