Homeখবরবিদেশইয়েমেনে কেরলের নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন, ভারতের প্রতিক্রিয়া

ইয়েমেনে কেরলের নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন, ভারতের প্রতিক্রিয়া

প্রকাশিত

নয়াদিল্লি: ইয়েমেনে বসবাসকারী কেরলের নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়েছেন ইয়েমেনের রাষ্ট্রপতি রশাদ আল-আলিমি। ২০১৭ সালে ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মাহদিকে হত্যার দায়ে নিমিষাকে দোষী সাব্যস্ত করা হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক মাসের মধ্যেই ফাঁসির আদেশ কার্যকর হতে পারে।

এ ব্যাপারে ভারতের বিদেশমন্ত্রক (MEA) জানিয়েছে, এই মামলার বিষয়ে তারা অবগত এবং নিমিষার পরিবার সংশ্লিষ্ট বিকল্পগুলোর সন্ধান করছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, “সরকার এই বিষয়ে সমস্ত রকম সহায়তা প্রদান করছে।”

রাষ্ট্রপতির সিদ্ধান্ত নিমিষার পরিবারের জন্য চরম দুসংবাদ বয়ে নিয়ে এসেছে। তাঁর মা প্রেমা কুমারী বর্তমানে ইয়েমেনের রাজধানী সানায় রয়েছেন। পাশাপাশি, নিহতের পরিবারের সঙ্গে আলোচনাও চালাচ্ছেন। তবে, এই আলোচনা সেপ্টেম্বরে বাধাপ্রাপ্ত হয়, কারণ ইয়েমেনে নিযুক্ত ভারতীয় দূতাবাসের আইনজীবী আব্দুল্লাহ আমির একটি আগের বকেয়া ফি হিসাবে ২০,০০০ ডলার (প্রায় ১৬.৬ লক্ষ টাকা) দাবি করেন।

ইতিমধ্যেই আমিরকে ১৯,৮৭১ ডলার মিটিয়ে দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। তবে তিনি মোট ৪০,০০০ ডলার ফি দাবি করেছেন। এই ফি পরিশোধের জন্য একটি আন্তর্জাতিক সংগঠন ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে।

কেরলের পালাক্কড়ের বাসিন্দা নিমিষা প্রিয়া একজন প্রশিক্ষিত নার্স, ইয়েমেনের বাসিন্দা তালাল মাহদির সঙ্গে একটি ক্লিনিক তৈরি করেছিলেন। পরে ক্লিনিকের আয় নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। নিমিষার অভিযোগ, মাহদি তাঁর সঙ্গে হিংসাত্মক আচরণ শুরু করেন। নিমিষার অভিযোগ অনুযায়ী, মাহদি তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করেন এবং তাঁকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেন।

২০১৭ সালে, নিজের পাসপোর্ট পুনরুদ্ধারের জন্য মাহদিকে শান্ত করতে একটি শক্তিশালী ঘুমের ইঞ্জেকশন ব্যবহার করার চেষ্টা করেন নিমিষা। তবে, অতিরিক্ত ডোজে মাহদির মৃত্যু হয়।

বর্তমানে, নিমিষা প্রিয়ার মুক্তি মাহদির পরিবারের ক্ষমার উপর নির্ভর করছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...