Homeখবরবিদেশইয়েমেনে কেরলের নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন, ভারতের প্রতিক্রিয়া

ইয়েমেনে কেরলের নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন, ভারতের প্রতিক্রিয়া

প্রকাশিত

নয়াদিল্লি: ইয়েমেনে বসবাসকারী কেরলের নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়েছেন ইয়েমেনের রাষ্ট্রপতি রশাদ আল-আলিমি। ২০১৭ সালে ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মাহদিকে হত্যার দায়ে নিমিষাকে দোষী সাব্যস্ত করা হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক মাসের মধ্যেই ফাঁসির আদেশ কার্যকর হতে পারে।

এ ব্যাপারে ভারতের বিদেশমন্ত্রক (MEA) জানিয়েছে, এই মামলার বিষয়ে তারা অবগত এবং নিমিষার পরিবার সংশ্লিষ্ট বিকল্পগুলোর সন্ধান করছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, “সরকার এই বিষয়ে সমস্ত রকম সহায়তা প্রদান করছে।”

রাষ্ট্রপতির সিদ্ধান্ত নিমিষার পরিবারের জন্য চরম দুসংবাদ বয়ে নিয়ে এসেছে। তাঁর মা প্রেমা কুমারী বর্তমানে ইয়েমেনের রাজধানী সানায় রয়েছেন। পাশাপাশি, নিহতের পরিবারের সঙ্গে আলোচনাও চালাচ্ছেন। তবে, এই আলোচনা সেপ্টেম্বরে বাধাপ্রাপ্ত হয়, কারণ ইয়েমেনে নিযুক্ত ভারতীয় দূতাবাসের আইনজীবী আব্দুল্লাহ আমির একটি আগের বকেয়া ফি হিসাবে ২০,০০০ ডলার (প্রায় ১৬.৬ লক্ষ টাকা) দাবি করেন।

ইতিমধ্যেই আমিরকে ১৯,৮৭১ ডলার মিটিয়ে দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। তবে তিনি মোট ৪০,০০০ ডলার ফি দাবি করেছেন। এই ফি পরিশোধের জন্য একটি আন্তর্জাতিক সংগঠন ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে।

কেরলের পালাক্কড়ের বাসিন্দা নিমিষা প্রিয়া একজন প্রশিক্ষিত নার্স, ইয়েমেনের বাসিন্দা তালাল মাহদির সঙ্গে একটি ক্লিনিক তৈরি করেছিলেন। পরে ক্লিনিকের আয় নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। নিমিষার অভিযোগ, মাহদি তাঁর সঙ্গে হিংসাত্মক আচরণ শুরু করেন। নিমিষার অভিযোগ অনুযায়ী, মাহদি তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করেন এবং তাঁকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেন।

২০১৭ সালে, নিজের পাসপোর্ট পুনরুদ্ধারের জন্য মাহদিকে শান্ত করতে একটি শক্তিশালী ঘুমের ইঞ্জেকশন ব্যবহার করার চেষ্টা করেন নিমিষা। তবে, অতিরিক্ত ডোজে মাহদির মৃত্যু হয়।

বর্তমানে, নিমিষা প্রিয়ার মুক্তি মাহদির পরিবারের ক্ষমার উপর নির্ভর করছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।