Homeখবরকলকাতা১৬ জুন থেকে ফের শুরু কলকাতা-শ্রীনগর বিমান পরিষেবা, পর্যটনে জোয়ার আনার আশা

১৬ জুন থেকে ফের শুরু কলকাতা-শ্রীনগর বিমান পরিষেবা, পর্যটনে জোয়ার আনার আশা

প্রকাশিত

এপ্রিলে পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বন্ধ হয়ে যাওয়া কলকাতা-শ্রীনগর সরাসরি বিমান পরিষেবা অবশেষে ফিরছে। ইন্ডিগো সূত্রে জানা গেছে, আগামী ১৬ জুন থেকে ফের চালু হচ্ছে এই পরিষেবা। ফলে কাশ্মীর পর্যটনে ফের প্রাণ ফেরার আশা করছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্তরা।

উল্লেখ্য, ২২ এপ্রিল পাহেলগাঁওয়ে হামলার পর পর্যটকদের সংখ্যা একধাক্কায় কমে যায় কাশ্মীরে। তারই প্রেক্ষিতে বিমানে যাত্রী সংখ্যা হ্রাস পাওয়ায় কলকাতা-শ্রীনগর বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এরপর ৭ মে ‘অপারেশন সিন্ধুর’ শুরু হলে শ্রীনগর-সহ ৩১টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কলকাতা থেকে সংযোগ থাকা চারটি গন্তব্য — শ্রীনগর, আমৃতসর, চণ্ডীগড় ও হিন্দনের মধ্যে ইতিমধ্যে বাকি তিনটি গন্তব্যে পরিষেবা ফের চালু হয়েছে।

ইন্ডিগোর এক কর্তা জানিয়েছেন, ‘‘আমরা তাড়াহুড়ো করিনি। পর্যটকদের আস্থা ফিরে আসার জন্য সময় দিয়েছি। এখন বুকিং ভালো হচ্ছে বলেই পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, তারা আপাতত ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতিতে রয়েছে। শ্রীনগর রুটে ইন্ডিগোর সাড়া দেখে তবেই ফের পরিষেবা চালুর সিদ্ধান্ত নেবে তারা।

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (TAFI)-র জাতীয় কমিটির সদস্য অনিল পাঞ্জাবি বলেছেন, “অপারেশন সিন্ধুরের সময় যে ফ্লাইটগুলি বন্ধ ছিল, তারা একে একে চালু হচ্ছে— এটা অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত।”

ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (TAAI)-র সদস্য মানব সোনির কথায়, “কাশ্মীরের সঙ্গে ফের সংযোগ স্থাপন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র পর্যটকদের জন্যই নয়, গোটা পর্যটন শিল্পের জন্যই গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা আশা করি, পর্যটকেরা এখন ফের কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।”

কলকাতার একাধিক ট্রাভেল এজেন্ট সংস্থা ইতিমধ্যেই কাশ্মীর সফরকে আবার জনপ্রিয় করে তুলতে প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছে। ১০০-র বেশি এজেন্ট ও তাঁদের সহযোগীরা সক্রিয়ভাবে এই রুট পুনর্জীবনের প্রচারে অংশ নিচ্ছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

আরও পড়ুন

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।