Home খবর দেশ সুপ্রিম কোর্টে আজ DA মামলা শুনানি

সুপ্রিম কোর্টে আজ DA মামলা শুনানি

0

আজ অর্থাৎ মঙ্গলবার মহার্ঘ ভাতা তথা ডিএ মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। এদিন বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে হবে এই মামলার শুনানি। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে প্রায় চার মাস আগে পিটিশন দায়ের করা হয়েছিল সুপ্রিমকোর্টে। এরপর বদলে গিয়েছে অনেক কিছুই। বদলেছে বিচারপতি। অবশেষে আজ অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্টে হতে চলেছে এই মামলার শুনানি। রাজ্য সরকারি কর্মচারীদের আবেদন আদৌ মেনে নেয় কিনা শীর্ষ আদালত এখন সেদিকেই নজর থাকছে সকলের।

বগটুই কাণ্ডের এক বছর

পেরিয়ে গেল একটা বছর। আজও ডেট সার্টিফিকেট হাতেই পেল না সাত পরিবার। সালটা ২০২২। আজকের এই দিনেই গণহত্যা দেখেছিল গোটা রাজ্যবাসী। বগটুই হত্যাকাণ্ড এখনও দগদগে হয়ে রয়েছে সকলের মনে। বীরভূম জেলার ছোট্ট এই গ্রামটার নাম নিমেষের মধ্যে জেনে গিয়েছিল গোটা বাংলা। এরপর ময়ূরাক্ষী দিয়ে গরিয়েছে বহু জল। রাজনৈতিক লড়াই, সিবিআই তদন্ত পেরিয়ে পার হয়ে গেল একটা বছর। কিন্তু আজও মৃত্যু সার্টিফিকেট হাতে পেল না স্বজন হারা পরিবার গুলি। সেখানে বেদী নির্মাণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা। আজ সেখানে মিছিল করার কথা রয়েছে বাম নেতৃত্বের। সারাদিন এই গ্রামের দিকে নজর থাকবে গোটা রাজ্যবাসীর।

ওড়িশা উড়ে যাচ্ছেন মমতা

আজ মঙ্গলবার ওড়িশা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যা নাগাদ সেখানে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সূত্র মারফত জানা যাচ্ছে, সেই রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বুধবার জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে মমতার। তাঁর এই কর্মসূচির দিকে নজর থাকছে গোটা রাজ্যবাসী তথা গোটা দেশবাসীর।

আদালতে জমা পরতে চলেছে কুন্তলের বিরুদ্ধে চার্চশিট

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ। আজ তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়ার কথা রয়েছে ইডির। তদন্তকারীদের হাতে নতুন কোন তথ্য উঠে আসে কিনা এখন সেদিকেই নজর সকলের।

রাজ্যে অ্যাডিনো ভাইরাস সংক্রমণের পরিস্থিতি

চোখ রাঙ্গাচ্ছে অ্যাডিনো ভাইরাস। যদিও স্বাস্থ্যমহল সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে কিছুটা হলেও কমেছে এই ভাইরাসের প্রকোপ। তবে এখনও আক্রান্ত হচ্ছে শিশুরা। আর তা নিয়েই চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসক মহলের কপালে।

আরও পড়ুন : জয়নগরে অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ খেয়ে অসুস্থ অনেকে, ভর্তি হাসপাতালে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version