উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: অনুষ্ঠান বাড়িতে খাবার খেয়ে অসুস্থ প্রায় ৩০ জন। ভর্তি স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ও ব্লক গ্রামীণ হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে জয়নগর বিধানসভার অন্তর্গত জয়নগর-১ ব্লকের রাজাপুর করাবেগের পঞ্চায়েতের বাটরা গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার বাটরা গ্রামের এক ব্যক্তির অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রিত হিসাবে খাওয়ার পরে রাত থেকে অসুস্থ হতে শুরু করেন গ্রামের বেশ কয়েকজন। তৎক্ষণাৎ তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসদের কাছে।
অসুস্থদের মধ্যে কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় সোমবার দুপুরে তাদের ভর্তি করা হয় জয়নগর পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তাদের। অনুষ্ঠান বাড়ির খাবার থেকে কোনো ভাবে বিষক্রিয়া ঘটে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
মূলত পায়খানা ও বমির উপসর্গ রয়েছে অসুস্থদের। আর এই ঘটনা জানাজানি হতেই আতঙ্কে আরও মানুষ অসুস্থ হয়ে পড়ছে এলাকায়। আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসনিক আধিকারিকরা। বাটরার ওই গ্রামে মেডিক্যাল টিম গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে।। অসুস্থ সবারই চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: মোহনবাগানের জয়ী দলের সদস্যদের জমকালো সংবর্ধনা, সবুজ-মেরুন তাঁবুতে মুখ্যমন্ত্রী