Home খবর কলকাতা ১৬ জুন থেকে ফের শুরু কলকাতা-শ্রীনগর বিমান পরিষেবা, পর্যটনে জোয়ার আনার আশা

১৬ জুন থেকে ফের শুরু কলকাতা-শ্রীনগর বিমান পরিষেবা, পর্যটনে জোয়ার আনার আশা

বিমান পরিষেবা ফের চালু।

এপ্রিলে পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বন্ধ হয়ে যাওয়া কলকাতা-শ্রীনগর সরাসরি বিমান পরিষেবা অবশেষে ফিরছে। ইন্ডিগো সূত্রে জানা গেছে, আগামী ১৬ জুন থেকে ফের চালু হচ্ছে এই পরিষেবা। ফলে কাশ্মীর পর্যটনে ফের প্রাণ ফেরার আশা করছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্তরা।

উল্লেখ্য, ২২ এপ্রিল পাহেলগাঁওয়ে হামলার পর পর্যটকদের সংখ্যা একধাক্কায় কমে যায় কাশ্মীরে। তারই প্রেক্ষিতে বিমানে যাত্রী সংখ্যা হ্রাস পাওয়ায় কলকাতা-শ্রীনগর বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এরপর ৭ মে ‘অপারেশন সিন্ধুর’ শুরু হলে শ্রীনগর-সহ ৩১টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কলকাতা থেকে সংযোগ থাকা চারটি গন্তব্য — শ্রীনগর, আমৃতসর, চণ্ডীগড় ও হিন্দনের মধ্যে ইতিমধ্যে বাকি তিনটি গন্তব্যে পরিষেবা ফের চালু হয়েছে।

ইন্ডিগোর এক কর্তা জানিয়েছেন, ‘‘আমরা তাড়াহুড়ো করিনি। পর্যটকদের আস্থা ফিরে আসার জন্য সময় দিয়েছি। এখন বুকিং ভালো হচ্ছে বলেই পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, তারা আপাতত ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতিতে রয়েছে। শ্রীনগর রুটে ইন্ডিগোর সাড়া দেখে তবেই ফের পরিষেবা চালুর সিদ্ধান্ত নেবে তারা।

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (TAFI)-র জাতীয় কমিটির সদস্য অনিল পাঞ্জাবি বলেছেন, “অপারেশন সিন্ধুরের সময় যে ফ্লাইটগুলি বন্ধ ছিল, তারা একে একে চালু হচ্ছে— এটা অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত।”

ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (TAAI)-র সদস্য মানব সোনির কথায়, “কাশ্মীরের সঙ্গে ফের সংযোগ স্থাপন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র পর্যটকদের জন্যই নয়, গোটা পর্যটন শিল্পের জন্যই গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা আশা করি, পর্যটকেরা এখন ফের কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।”

কলকাতার একাধিক ট্রাভেল এজেন্ট সংস্থা ইতিমধ্যেই কাশ্মীর সফরকে আবার জনপ্রিয় করে তুলতে প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছে। ১০০-র বেশি এজেন্ট ও তাঁদের সহযোগীরা সক্রিয়ভাবে এই রুট পুনর্জীবনের প্রচারে অংশ নিচ্ছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version