ইজরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাব্য প্রস্তুতির খবর প্রকাশ্যে আসতেই তেলের আন্তর্জাতিক বাজারে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম CNN-এর রিপোর্ট অনুযায়ী, মার্কিন গোয়েন্দাদের কাছে এমন তথ্য রয়েছে যে, ইজরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই সূত্রের দাবি।
এই খবরে মঙ্গলবার মার্কিন অপরিশোধিত তেল West Texas Intermediate (WTI)-এর দাম ৩.৫% পর্যন্ত লাফিয়ে উঠে দাঁড়ায় ব্যারেল প্রতি ৬৪.১৯ ডলারে, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ₹৫,৩৪৫ (১ ডলার = ₹৮৩.৩৫ হিসেবে)।
সিঙ্গাপুর সময় সকাল ৬টা ৪৩ মিনিটে WTI-এর জুলাই ডেলিভারির দাম দাঁড়ায় ৬৩.৫৫ ডলার বা ₹৫,২৯০।
অন্যদিকে, ব্রেন্ট ক্রুড অয়েলের জুলাই মাসের সেটেলমেন্ট মূল্য ০.২% কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৬৫.৩৮ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ₹৫,৪৫०।
গত এক সপ্তাহ ধরেই ইরান-আমেরিকা আলোচনার ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার জেরে বাজারে অস্থিরতা বেড়েছে। এই আলোচনার মাধ্যমে ইরানের উপর থেকে তেল রপ্তানিতে জারি নিষেধাজ্ঞা উঠলে বাজারে বাড়তি সরবরাহ আসার সম্ভাবনা ছিল। কিন্তু ইজরায়েল হামলা করলে সেই সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এছাড়া, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই মঙ্গলবার বলেছেন, তিনি মনে করেন না আমেরিকার সঙ্গে এই আলোচনা ফলপ্রসূ হবে। Bloomberg Intelligence-এর বিশ্লেষণ অনুযায়ী, যদি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়, তবে WTI তেলের দাম কমে ৪০ ডলার অর্থাৎ প্রায় ₹৩,৩৩৪ পর্যন্ত নেমে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা যত বাড়বে, তেলের দাম তত বাড়বে। কারণ, বিশ্ব তেলের প্রায় এক-তৃতীয়াংশ এই অঞ্চল থেকেই সরবরাহ হয়।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us