Homeখবরকলকাতাকলকাতা চিড়িয়াখানার ১৫০ বছর পূর্তি, নতুন রূপে সাজানোর উদ্বোধন

কলকাতা চিড়িয়াখানার ১৫০ বছর পূর্তি, নতুন রূপে সাজানোর উদ্বোধন

প্রকাশিত

কলকাতা: দেড়শো বছর পূর্তি উপলক্ষে নতুন রূপে সাজানো হয়েছে কলকাতা চিড়িয়াখানাকে। এই ঐতিহ্যবাহী চিড়িয়াখানার নতুন প্রবেশদ্বারটি উদ্বোধন করা হয় মঙ্গলবার। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বনদফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা, কলকাতা পুরসভার কাউন্সিলর দেবলীনা বিশ্বাস, চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত, তপন দাশগুপ্ত এবং বনদফতরের সেক্রেটারি মনোজ কুমার আগরওয়াল প্রমুখ।

এই নতুন রূপায়ণে চিড়িয়াখানার প্রবেশদ্বারকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ নজর দেওয়া হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “কলকাতা চিড়িয়াখানা শুধু শহরের গর্ব নয়, এটি দেশের অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী চিড়িয়াখানা। নতুন রূপে এর প্রবেশদ্বার উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।” মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “এটি শুধু একটি বিনোদনের স্থান নয়, এটি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ।”

নতুন প্রবেশদ্বার ছাড়াও চিড়িয়াখানার অন্যান্য অংশেও সংস্কার কাজ করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা ও নতুন ডিজাইনে গেট তৈরি করা হয়েছে, যা দর্শকদের জন্য আরও মনোরম অভিজ্ঞতা এনে দেবে। এছাড়াও, দর্শনার্থীদের জন্য একটি তথ্য কেন্দ্র, রেস্তোরাঁ ও সুভেনির শপও খোলা হয়েছে।

চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত জানান, “দেড়শ বছর পূর্তি উপলক্ষে আমরা চিড়িয়াখানার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রাণীদের জন্যও আরও ভালো পরিবেশ তৈরি করতে কাজ করছি। আমাদের লক্ষ্য শুধুমাত্র দর্শন নয়, জীববৈচিত্র্যের গুরুত্বও মানুষকে বোঝানো।”

উল্লেখ্য, কলকাতা চিড়িয়াখানা ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতের অন্যতম প্রাচীন চিড়িয়াখানা হিসেবে পরিচিত।

ছবি: রাজীব বসু

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

আরও পড়ুন

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।