কলকাতা : ফের সমস্যার সম্মুখীন হতে হবে রেল যাত্রীদের। বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। সূত্র মারফত জানা যাচ্ছে, উন্নয়নমূলক কাজের জন্য খড়গপুর ডিভিশন এবং নিউ ফারাক্কা আজিমগঞ্জ সেকশনে বাতিল করা হয়েছে একগুচ্ছ ট্রেন। এছাড়াও বেশ কিছু ট্রেন চলবে দেরিতে।
আজ অর্থাৎ রবিবার থেকে আগামী মাসের ২ তারিখ পর্যন্ত দুর্ভোগ পোহাতে হবে রেল যাত্রীদের। জানা যাচ্ছে, দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর শাখা রানিতাল স্টেশনে তৃতীয় লাইন সংক্রান্ত কোনও কাজের জন্য বাতিল করা হয়েছে একগুচ্ছ দূর পাল্লা ট্রেন। ২৫ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে রেলযাত্রীদের। সমস্যা চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত।
আজ অর্থাৎ রবিবার দেরিতে চলছে ১৫৬৪৩ কামাখ্যা-পুরি এক্সপ্রেস। চলতি মাসের ২৭ এবং ২৮ তারিখ ১৩০৬৩ হাওড়া -বালুরঘাট এক্সপ্রেস হাওড়া ডিভিশনে প্রায় এক ঘন্টা দেরিতে ঢুকবে। এছাড়াও একগুচ্ছ ট্রেনের তালিকা প্রকাশ করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।
বাতিল ট্রেনের তালিকা
১. ১৮০২১ খড়গপুর খুরদা রোড এক্সপ্রেস। ২. ১৮০২২ খুরদা রোড খড়গপুর এক্সপ্রেস। ৩.০৮০৩১ বালাসোর ভাদরাদ প্যাসেঞ্জার স্পেশাল। ৪. ০৮০৩২ ভাদরাদ বালাসোর প্যাসেঞ্জার স্পেশাল। ৫. ১২৮২১ শালিমার পুরী দাওলি এক্সপ্রেস। এছাড়াও এই তালিকায় রয়েছে আরও একাধিক ট্রেন।
আরও পড়ুন : বিরিয়ানি রান্না করাই হল কাল! মমতার অনুষ্ঠানে এবার মিলবে ড্রাই ফুডস
আরও পড়ুন : চোখ রাঙাচ্ছে অ্যাডিনো ভাইরাস, নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার