Home খবর কলকাতা দিল্লি গিয়ে ‘হতাশ’, সিবিআইকে ‘বোগাস’ বললেন অভয়ার মা-বাবা

দিল্লি গিয়ে ‘হতাশ’, সিবিআইকে ‘বোগাস’ বললেন অভয়ার মা-বাবা

দিল্লিতে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেও হতাশ হয়ে ফিরলেন অভয়া কাণ্ডের নিহত চিকিৎসকের মা-বাবা। সিবিআই তদন্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বাবার মন্তব্য— “CBI একদম বোগাস।”

CBI Office delhi

দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টর ও আর জি কর মামলার তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করলেন ধর্ষিত-নিহত চিকিৎসক অভয়ার মা-বাবা। গত এক বছরে বারবার আশাহত হওয়ার পর এবার অনেক আশা নিয়ে রাজধানীতে আসেন তাঁরা। কিন্তু দেখা করেও কোনও ইতিবাচক বার্তা না পেয়ে ক্ষোভ উগরে দিলেন।

“সময় নষ্ট হল” — অভয়ার মা

সিবিআই দফতর থেকে বেরিয়ে নিহত চিকিৎসকের মা সাংবাদমাধ্যমকে বলেন, “আমরা বললাম যে, আমাদের এখানে আসার সময়টাই নষ্ট হয়েছে।”

তাঁদের অভিযোগ, এখনও পরিষ্কার নয়— সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় একাই কি এই ধর্ষণ ও খুনের ঘটনার জন্য দায়ী, নাকি আরও কেউ জড়িত ছিল? অভয়ার মায়ের ভাষায়, “ইনভেস্টিগেটিং অফিসার আর DIG দু’জনেই বলছেন সঞ্জয় রায় একাই করেছে। এটা আমরা মা-বাবা হিসাবে যেমন মানি না, দেশের ১৪০ কোটি মানুষও মানে না।”

“CBI একদম বোগাস” — অভয়ার বাবা

অভয়ার বাবার অভিযোগ, “ডিরেক্টর শুধু বললেন, সাপ্লিমেন্টারি চার্জশিট দেব। প্রতিজ্ঞা করলেন, ব্যস! ১৪০ কোটি লোক যাদের ওপর ভরসা করে, তারা একদম বোগাস। যতদিন দেশে এমন তদন্তকারী সংস্থা থাকবে, ততদিন ক্রাইম কমবে না।”

“Grow a spine or resign” প্ল্যাকার্ডে বার্তা

দিল্লির সিবিআই দফতরে ঢোকার সময় অভয়ার মায়ের হাতে ছিল একটি প্ল্যাকার্ড। এক পাশে লেখা— “আমরা জানতে চাই, কারা যুক্ত? অপরাধের জায়গা কোনটা? ধর্ষণ ও খুনের উদ্দেশ্য কী?”

অন্য পাশে ইংরেজিতে লেখা—”Dear CBI, Grow a spine or resign!”

তাঁর দাবি, সিবিআই সেই প্ল্যাকার্ড নিতে রাজি হয়নি। তিনি বলেন “তারা বলল, আমাদের স্পাইন আছে। আমি বলে এসেছি, আপনাদের স্পাইন নেই, তাই এই তদন্ত করেছেন।”

আরও পড়ুন: কলকাতার উপনগরীতে আওয়ামী লীগের ‘গোপন দফতর’, ভার্চুয়ালে চলছে দলীয় কর্মকাণ্ড

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version