কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের জটিলতায় পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলপ্রকাশ। ওবিসি তালিকা নিয়ে আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন বলে শুক্রবার জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
শিক্ষামন্ত্রীর বক্তব্য, “সুপ্রিম কোর্টের রায়ের পরে হাই কোর্ট অন্য রকম কিছু বিবেচনা করতে পারে, তা আমাদের ধারণায় ছিল না। আজই আমরা সুপ্রিম কোর্টে আর্জি জানাব।”
হাই কোর্টের নির্দেশে ফলপ্রকাশে অনিশ্চয়তা
দীর্ঘ টালবাহানার পর ৭ আগস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা হওয়ার কথা থাকলেও, বৃহস্পতিবার হাই কোর্টের নির্দেশে সেই প্রক্রিয়া থমকে যায়। বিচারপতি কৌশিক চন্দ স্পষ্ট জানান— নতুন ওবিসি তালিকা মেনে মেধাতালিকা প্রকাশ করা যাবে না; প্রয়োজনে ২০১০ সালের আগের ওবিসি শংসাপত্র অনুযায়ী ফলপ্রকাশ করতে হবে।
এর ফলে শুধু জয়েন্ট এন্ট্রান্স নয়, বোর্ড আয়োজিত আরও কয়েকটি পরীক্ষার ফলও আটকে গেল। প্রায় তিন লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।
পটভূমি ও বিতর্ক
২০২৩ সালের এপ্রিল মাসে কলকাতা হাই কোর্ট ঘোষণা করেছিল— ২০১০ সালের পর দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল হবে। গত ২৮ জুলাই, ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। তবে বিচারপতি চন্দের প্রশ্ন— সেই সময় হাই কোর্টের নির্দেশ কার্যকর না করার কারণ কী, যখন সুপ্রিম কোর্ট তখনও স্থগিতাদেশ দেয়নি?
এছাড়া আদালতের পর্যবেক্ষণ, স্থগিতাদেশের পর কয়েক দিনের মধ্যে এত বিপুল সংখ্যক ওবিসি শংসাপত্র কীভাবে প্রদান ও যাচাই হল, তা নিয়েও সন্দেহ রয়েছে। আদালতের মতে, এই প্রক্রিয়ায় তৈরি মেধাতালিকা সঠিক নয়, তাই প্রকাশ করা যাবে না।
দীর্ঘ প্রতীক্ষা
গত ২৭ এপ্রিল হয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ফলপ্রকাশ আটকে আছে আইনি জটের কারণে। এখন নজর সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে, যা এই জটিলতার সমাধান ঘটাতে পারে। এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন পরীক্ষার্থীরাও।
আরও পড়ুন: ওবিসি জটে আটকে গেল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, ১৫ দিনের সময় বেঁধে দিল আদালত