Homeখবরদেশফের ত্রিপুরা সফরে অভিষেক, রয়েছে একাধিক কর্মসূচি

ফের ত্রিপুরা সফরে অভিষেক, রয়েছে একাধিক কর্মসূচি

প্রকাশিত

ত্রিপুরা : হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। চলতি মাসের ১৬ তারিখে বিধানসভা নির্বাচন ত্রিপুরায়। জমি দখলের লড়াইয়ে ময়দানে নেমেছে শাসক বিরোধী সব পক্ষই। ইতিমধ্যেই কর্মীদের মনোবল চাঙ্গা করতে সে রাজ্যে প্রচার সেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এবার ফের ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক। শুক্রবার ত্রিপুরা উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দু জায়গায় সারবেন জনসভা। অভিষেকের সফরের আগে সাজো সাজো রব ত্রিপুরায়। বৃহস্পতিবার তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় অভিষেকের সফরের কথা।

তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সকালেই ত্রিপুরা রওনা দেবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমলপুর এবং কদমতলা কুর্তি বিধানসভা এলাকায় জনসভা করার কথা রয়েছে তাঁর। দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত কমলপুরে অভিষেকের জনসভা রয়েছে। তারপর দুপুর ৩টে থেকে বিকেল ৫ টা পর্যন্ত কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্র এলাকায় আয়োজিত জনসভায় যোগ দেবেন অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, দিন দুয়েক আগে, গত সোমবারই ত্রিপুরা সফরে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সফরসঙ্গী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দিয়ে আগরতলায় পদযাত্রা করেন তৃণমূল নেতৃত্ব। পদযাত্রা শেষে একটি জনসভাও করেন। সেই সভা থেকে একসঙ্গে ত্রিপুরায় বদলের ডাক দেন মমতা-অভিষেক। তৃণমূল ত্রিপুরায় সরকার গড়লে ত্রিপুরাবাসী বাংলার উন্নয়নেরও সুবিধা পাবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেক কি বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

উল্লেখ্য, আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তাই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত বিজেপি, তৃণমূল- দু-পক্ষই। একদিকে যেমন জমি ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির, তেমনই জমি দখল করতে চেষ্টার খামতি রাখছে না ঘাস-ফুল শিবির। অন্যদিকে জোট বেধেছে বাম – কংগ্রেস। সবমিলিয়ে যথেষ্ট উত্তপ্ত ত্রিপুরা রাজনৈতিক মহল।

সাম্প্রতিকতম

১৯৮৪-এর পর সর্বাধিক ভোট পড়ল জম্মু-কাশ্মীরের বরামুলায়

খবর অনলাইন ডেস্ক: গত ৪০ বছরে এত ভোট পড়েনি জম্মু-কাশ্মীরের বরামুলা কেন্দ্রে। বিকেল ৫টা...

তেন্দুপাতা তুলে আর ঘরে ফেরা হল না! ছত্তীসগঢ়ে পিকআপ ভ্যান উল্টে ১৪ মহিলা-সহ মৃত ১৫ শ্রমিক

রায়পুর: সোমবার ছত্তীসগঢ়ের কওয়ার্ধা জেলার কুকদুরে একটি মর্মান্তিক দুর্ঘটনা। একটি পিকআপ ভ্যান উল্টে ১৫...

ঘূর্ণিঝড়ের আশঙ্কা, দুর্বল বাঁধ মেরামতির ওপরে নজর দিক প্রশাসন

শ্রয়ণ সেন হুংকার দিচ্ছে বঙ্গোপসাগর। আর কিছু দিনের মধ্যেই সেখানে জন্ম নেবে একটি ঘূর্ণিঝড়।...

মোটামুটি শান্তিতেই চলছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটপর্ব

খবর অনলাইন ডেস্ক:  লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া শুরু হয়েছে সকাল ৭টা থেকে।...

আরও পড়ুন

১৯৮৪-এর পর সর্বাধিক ভোট পড়ল জম্মু-কাশ্মীরের বরামুলায়

খবর অনলাইন ডেস্ক: গত ৪০ বছরে এত ভোট পড়েনি জম্মু-কাশ্মীরের বরামুলা কেন্দ্রে। বিকেল ৫টা...

তেন্দুপাতা তুলে আর ঘরে ফেরা হল না! ছত্তীসগঢ়ে পিকআপ ভ্যান উল্টে ১৪ মহিলা-সহ মৃত ১৫ শ্রমিক

রায়পুর: সোমবার ছত্তীসগঢ়ের কওয়ার্ধা জেলার কুকদুরে একটি মর্মান্তিক দুর্ঘটনা। একটি পিকআপ ভ্যান উল্টে ১৫...

মোটামুটি শান্তিতেই চলছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটপর্ব

খবর অনলাইন ডেস্ক:  লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া শুরু হয়েছে সকাল ৭টা থেকে।...