Home খবর কলকাতা ৩২১টি প্রাণী হাওয়া! আলিপুর চিড়িয়াখানা নিয়ে বিস্ফোরক অভিযোগ, হাই কোর্টে মামলা

৩২১টি প্রাণী হাওয়া! আলিপুর চিড়িয়াখানা নিয়ে বিস্ফোরক অভিযোগ, হাই কোর্টে মামলা

Alipur Zoo and Calcutta High Court
৩২১টি প্রাণী হাওয়া! আলিপুর চিড়িয়াখানা নিয়ে বিস্ফোরক অভিযোগ

কলকাতার আলিপুর চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা নিয়ে উঠেছে বিস্ফোরক অভিযোগ। তথ্য অনুযায়ী, ২০২৩-২০২৪ অর্থবর্ষে যেখানে প্রাণীর সংখ্যা ছিল ৬৭২, ২০২৪-২০২৫ সালের রিপোর্টে তা আচমকাই কমে গিয়ে দাঁড়িয়েছে ৩৫১-এ। অর্থাৎ, ৩২১টি প্রাণী বেমালুম উধাও! এই গরমিল নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

আদালত সূত্রে জানা গিয়েছে, মামলাটির পরবর্তী শুনানি হতে পারে ২৪ জুলাই। মামলাকারী সংস্থার দাবি, শুধু এই বছর নয়, গত ৩০ বছর ধরেই আলিপুর চিড়িয়াখানায় এভাবে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার অস্বচ্ছ হিসেব উঠে এসেছে। তাই আদালতের কাছে তাঁদের আবেদন, অন্তত গত দশ বছরের রিপোর্ট খতিয়ে দেখুক আদালত।

চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আসতেই চিড়িয়াখানা পরিদর্শনে আসছে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের প্রতিনিধি দল। রাজ্য বন দফতরের আধিকারিকদের সঙ্গেও বৈঠকে বসবে তারা। যদিও রাজ্য বন দফতরের দাবি, রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষকে যে তথ্য পাঠানো হয়েছিল, তাতে কোনও ভুল ছিল না। বরং কেন্দ্রের তরফেই ভুল রিপোর্ট তৈরি হয়েছে, যা পরে সংশোধন করতেও বলা হয়েছিল।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই গরমিলের ব্যাখ্যা দিয়ে বলেছে, সম্ভবত এটি একটি ‘গণনার ভুল’। তবে মামলাকারী সংস্থার অভিযোগ আরও গুরুতর—তাদের আশঙ্কা, এটি কোনও পরিকল্পিত ষড়যন্ত্র। অভিযোগ, চিড়িয়াখানার জমি বিক্রির জন্য ইচ্ছাকৃতভাবে প্রাণীর সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে। কেউ কেউ পাচারের সন্দেহও উড়িয়ে দিচ্ছেন না।

চিড়িয়াখানার মতো সংবেদনশীল জায়গায় এমন অভিযোগ সামনে আসায় উদ্বেগ ছড়িয়েছে পরিবেশপ্রেমীদের মধ্যেও। এখন দেখার, এই মামলার শুনানিতে আদালত কী রায় দেয় এবং তদন্তে আদৌ সত্য উদঘাটিত হয় কি না।

আরও পড়ুন: প্রথম বিধবা বিবাহ’-এর স্মৃতিবাড়িকে হেরিটেজ ঘোষণায় বিরতি, মধুসূদনের বাড়ি বিতর্কে সতর্ক কলকাতা পুরসভা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version