Homeখবরকলকাতাআলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জু কমিটি

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জু কমিটি

প্রকাশিত

মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল আলিপুর চিড়িয়াখানায়। মঙ্গলবার সকালে মারা যায় ১৭ বছরের বাঘিনী ‘পায়েল’। তার পর দিন বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ২১ বছরের সাদা বাঘিনী ‘রূপা’। হঠাৎ এভাবে দুই বাঘিনীর মৃত্যুতে প্রশ্ন উঠছে চিড়িয়াখানার নিরাপত্তা ও পশু চিকিৎসার পরিকাঠামো নিয়ে।

প্রথম মৃত্যু – পায়েল২০১৬ সালে ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানা থেকে আনা হয়েছিল পায়েলকে। দীর্ঘ দিন ধরে নানা অসুস্থতায় ভুগছিল সে। ধীরে ধীরে হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেছিল, খাওয়াদাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে মঙ্গলবার সকালে মৃত্যু হয় তার।

দ্বিতীয় মৃত্যু – রূপা:
আলিপুরেই জন্ম নেওয়া সাদা বাঘিনী রূপার বয়স হয়েছিল প্রায় ২১ বছর। তার মা ছিল ডোরাকাটা বাঘিনী ‘কৃষ্ণা’, বাবা ছিল সাদা বাঘ ‘অনির্বাণ’। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল রূপা, এমনকি তার একটি পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল। পায়েলের মৃত্যুর মাত্র এক দিন পরেই বুধবার সকালে মারা যায় রূপাও।

তদন্ত শুরু:
দুই মৃত্যুর ঘটনায় সন্দেহ ঘনীভূত হওয়ায় নির্দেশে ইতিমধ্যেই তদন্তে নেমেছে সেন্ট্রাল জ়ু অথরিটি। মৃতদেহ দু’টি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ভিসেরা পরীক্ষার মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হবে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি:
চিড়িয়াখানা সূত্রে দাবি করা হয়েছে, দুই বাঘিনীর মৃত্যুই বার্ধক্যজনিত কারণে হয়েছে। তবে বিশেষজ্ঞ মহল মনে করছে, ময়নাতদন্ত ও পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

ওয়াইফাই রাউটারেই মিলবে হার্টবিট মনিটরিং! ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া প্রযুক্তি Pulse-Fi

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তৈরি হল Pulse-Fi। স্মার্টওয়াচ বা মনিটর ছাড়াই ওয়াইফাই সিগনাল দিয়ে বোঝা যাবে হৃৎস্পন্দনের ওঠানামা। মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহারেই সম্ভব হচ্ছে এই প্রযুক্তি।

আরও পড়ুন

এ বার থেকে শনি-রবিবারও চলবে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো, শুরু ১৩ সেপ্টেম্বর

১৩ সেপ্টেম্বর থেকে শনি এবং রবিবারও চলবে কলকাতা মেট্রোর ইয়েলো লাইন (নোয়াপাড়া-বিমানবন্দর)। শনিবার ৪৪টি ও রবিবার ৪০টি মেট্রো চলবে, ৩৫ মিনিট অন্তর পরিষেবা।

সাতসকালে ফের বিভ্রাট, মহানায়ক উত্তম কুমারের পর থমকাল মেট্রো, ভোগান্তিতে অফিসযাত্রীরা

কবি নজরুলে মেট্রোর রেক খারাপ, মহানায়ক উত্তম কুমারের পর পরিষেবা বন্ধ। টালিগঞ্জ পর্যন্ত চলছে মেট্রো। সপ্তাহের প্রথম দিনেই ব্যস্ত সময়ে ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

আম্পায়ারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইডেন গার্ডেন্সে স্বাস্থ্যপরীক্ষা ও রক্তদান শিবির

সঞ্জয় হাজরা কলকাতার ইডেন গার্ডেন্সে ‘আম্পায়ারস অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’-এর উদ্যোগে ১৭তম স্বাস্থ্যপরীক্ষা এবং...